আমি সেই জলন্ত বারুদ

অল্প বয়সেই মাকে হারান, দিদির কাছে থেকে খেলাধুলা করেন। ব্যাট, প্যাড ধার করেই খেলতে নামতেন। অভাব অনটন আর শোকের মধ্যে দিয়েই উঠে এসেছেন স্যার রবীন্দ্র জাদেজা। জীবনের অনেক রং তাঁর চেনা। তাই, কঠিন পরিস্থিতিটাও বোঝেন, সেটা সামলাতেও জানেন। তাই, ইদানিং ভারতীয় ক্রিকেটে ফিনিশার হিসেবে তাঁর বেশ নাম-ডাক। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের ভরসার অন্যতম নামও তিনি।

অল্প বয়সেই মাকে হারান, দিদির কাছে থেকে খেলাধুলা করেন। ব্যাট, প্যাড ধার করেই খেলতে নামতেন। অভাব অনটন আর শোকের মধ্যে দিয়েই উঠে এসেছেন স্যার রবীন্দ্র জাদেজা। জীবনের অনেক রং তাঁর চেনা। তাই, কঠিন পরিস্থিতিটাও বোঝেন, সেটা সামলাতেও জানেন। তাই, ইদানিং ভারতীয় ক্রিকেটে ফিনিশার হিসেবে তাঁর বেশ নাম-ডাক। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের ভরসার অন্যতম নামও তিনি।

ব্যাট-বল হাতে তো পারফরম্যান্স দেখানই, সেই সাথে ফিল্ডিংয়ে তাঁর জুড়ি নেই! বর্তমান সময়ের অন্যতম সেরা ফিল্ডারদের একজন তিনি। চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে ফিনিশিংয়ে দারুণ পারফর্ম করেই চলেছেন জাদেজা।

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তিনি। সেই সাথে রেকর্ডও গড়েন তিনি।

চেন্নাইর হয়ে আজ চতুর্থ উইকেটে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৬২ রানের তাণ্ডব চালিয়েছেন জাদেজা। প্রথম ২২ বল থেকে করেন মোটে ২৬ রান! চেন্নাইর ইনিংসের শেষ ওভারে হার্শাল প্যাটেলের করা ওই ওভারে ৩৭ রান নেন তিনি! পাঁচটি ছক্কার মারে শেষ ওভারে তান্ডব চালান তিনি।

আইপিএলের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। আইপিএলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৩৭ রান নেন জাদেজা। এর আগে ২০১১ সালে ব্যাঙ্গালুরুর হয়ে এই কীর্তি গড়েন ক্রিস গেইল। সেই রেকর্ডে আজ ভাগ বসালেন স্যার জাদেজা।

যদিও, জাদেজার এই বীরত্ব স্বীকৃত ক্রিকেটে মাত্র এক রানের জন্য এটা সর্বোচ্চ চূড়া ছুতে পারেনি। টি-টোয়েন্টির ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান নিতে পেরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিশ। সাসেক্সের হয়ে তিনি এই ঘটনা ঘটান ২০১২ সালে। বোলার ছিলেন জেমস ফুলার।

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েই তিনি ক্ষান্ত হননি। বল হাতেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বেহাল দশা করেছেন জাদেজা। ব্যাঙ্গালুরুর মিডল অর্ডার গুড়িয়ে দিয়েছেন একাই। ওয়াশিংটন সুন্দরের পর গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সকে বোল্ড করে ফেরান তিনি।

ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে দুর্দান্ত এক থ্রো-তে রান আউটের শিলার বানান জাদেজা। ৪ ওভারে এক মেইডেন সহ ১৩ রানের বিনিময়ে নেন তিন উইকেট! সেই সাথে রান আউটেও নিজের নাম লেখান তিনি। ব্যাট হাতে তাণ্ডবের পর তার বোলিং নৈপুণ্যে জয়ের জন্য লড়াই টাই করতে পারেনি ব্যাঙ্গালুরু।

মুম্বাইর ওয়াঙখেড়েতে আজ জাদেজাময় দিন দেখলো ক্রিকেটপ্রেমীরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজের আধিপত্য দেখিয়ে চেন্নাইকে জয় উপহার দেন জাদেজা। তার নামে আগে স্যার ডেকে বোধহয় ভুল করেননি চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি!

তিন বিভাগে নিজের দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজেকে বার বার প্রমাণ করছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। হয়তো ভবিষ্যতে ভারতীয় দলে সব ফরম্যাটে ‘অলরাউন্ডার’ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা এর মধ্য দিয়ে আরো বাড়বে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...