যেন গোলাপি রঙের ফুরকি- ঝরছে সারাক্ষণ

সমাজের ট্যাবু ভেঙেছেন সুনীল নারাইন।

সাম্প্রতিক সময়ে সুনীল নারাইনের হাতের দিকে নজর দিয়েছিলেন কি? ব্যাটিং গ্ল্যাভসে রয়েছে গোলাপী রঙের উপস্থিতি। এ আর নতুন কি?- এমন প্রশ্ন চাইলেই তুলতে পারেন। তবে সেই অল্প একটু গোলাপী রঙ ফুটিয়ে তুলছে বেশ বিস্তৃত এক পছন্দের পটভূমি।

গোলাপী রঙকে কে বা কারা মেয়েদের পছন্দের এক রঙ বলে প্রতিষ্ঠিত করে ফেলেছে সমাজে। স্রেফ মেয়েদেরই পছন্দ হবে সেই রঙ। ছেলেদের পছন্দ হবে নীল কিংবা কাল, কোন কোন ক্ষেত্রে লাল। এই ট্যাবু ভেঙেছেন সুনীল নারাইন। তার পছন্দের রঙ উজ্জ্বল গোলাপী। তিনি তার সেই পছন্দের বহি:প্রকাশ করতেও ইতস্ততবোধ করেন না।

তাইতো নিজের গাড়িতেও উজ্জ্বল গোলাপী রঙ করিয়েছিলেন তিনি। তবে তথ্যটি অবশ্য গোপনই ছিল বহুকাল ধরে। তার কাছের মানুষ অনেকেই হয়ত জানেন বিষয়টি। তবে জনসম্মুখে এ নিয়ে সুনীল নারাইন কখনোই কিছু বলেননি। অবশ্য তিনি জনসমাগম যতটা সম্ভব এড়িয়েই চলেন।

তাইতো তার এই পছন্দের বিষয়টি সম্প্রতি সামনে এনেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াসিমের। তিনি কলকাতা নাইট রাইডার্স দলের সাথে যুক্ত ছিলেন একটা সময়। তখন বেশ কাছ থেকেই আলাপ হয়েছে তার নারাইনের সাথে। সেখান থেকেই তিনি জানতে পারেন ক্যারিবিয়ান এই ক্রিকেটারের পছন্দের রঙ গোলাপী। আরেকটু নির্দিষ্ট করে বললে উজ্জ্বল গোলাপি।

সম্প্রতি ক্রীড়া বিষয়ক এক গণমাধ্যমে ওয়াসিম বলেন, ‘সুনীল নারাইন একজন সহজ-সরল মানুষ। আপনি জানেন তার প্রিয় রঙ হল উজ্জ্বল গোলাপী। খুব কাছ থেকে দেখলে তার ব্যাটের গ্রিপ, তার ব্যাট এমনকি তার গাড়িও। আমার মনে হয় দু-চার বছর আগে, তিনি তার গাড়িটি গোলাপী রঙে রঙ করেছিলেন। তিনি গোলাপী চশমাও পরেন।’

তবে ওয়াসিম এটাও মনে করেন যে নারাইনের সাহস রয়েছে। কেননা সমাজের ট্যাবু ছাপিয়ে নিজের পছন্দকে প্রাধান্য ক’জনই বা দিতে পারে। এ নিয়ে ওয়াসিম বলেন, ‘সুনীল নারাইনের সাহস আছে। দেখুন তার একটি  উজ্জ্বল গোলাপী রঙের গাড়ি আছে, তিনি গোলাপী চশমা পরেন এবং একটি ব্যাগ ব্যবহার করেন। এবং, তিনি এসব কিছু ভালভাবে ক্যারি করেন।’

গোলাপী রঙ পছন্দ বলে তাঁর ‘ম্যাসকুলিটি’-তে কোন প্রভাব পড়ে না। তিনি দুর্ধর্ষ ব্যাটিং করে মাতিয়ে রাখছেন চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনকি বেশ দৃঢ়তার সাথেই তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে দূরত্ব বজায় রাখছেন। কেননা বোর্ডের অভ্যন্তরীণ সমস্যার জন্যে যে খেলোয়াড়রা জাতীয় দল বিমুখ হয়েছে, সে তো আর নতুন নয়।

যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে সুনীল নারাইনকে দলে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। আইপিএলে ব্যাটে-বলে দারুণ পারফরমেন্স করা নারাইন কোনভাবেই যেন ক্যারিবিয়ান জার্সি গায়ে তুলতে নারাজ। তিনি তার সিদ্ধান্তে অনড়। এমন দৃঢ় মানসিকতাই ভেঙে দিতে পারে সমাজের সকলে কুসংস্কার।

নারাইনের মত বাংলাদেশের মুশফিকুর রহিমের পছন্দ গোলাপী রঙ। তিনি তার ব্যাট কিংবা গ্ল্যাভসে গোলাপি আভার ছোয়া রাখতে পছন্দ করেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...