‘টিআইএনএ’ ফ্যাক্টরের কল্যাণে বিশ্বকাপের দলে হার্দিক!

হার্দিক পান্ডিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন কি থাকবেন না? এই নিয়েই চলছে যত জল্পনা-কল্পনা।

হার্দিক পান্ডিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন কি থাকবেন না? এই নিয়েই চলছে যত জল্পনা-কল্পনা। হার্দিক পান্ডিয়ার পক্ষে নেই মাঠের পরিসংখ্যান। তবে ভাগ্যের কল্যাণে বিশ্বকাপের দলে দেখা যেতে পারে তাঁকে।

ইংরেজিতে একটি প্রবাদ চালু আছে যা  ‘টিআইএনএ’ নামে পরিচিত। অর্থাৎ ‘দেয়ার ইজ নো অল্টারনেটিভ’। সোজা বাংলায় ‘এর কোনো বিকল্প নেই। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে যেন এই প্রবাদ ষোল আনাই প্রযোজ্য। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তবে তাঁর কোনো বিকল্পও খুঁজে পাচ্ছেন না ভারতের নির্বাচকরা।

জাতীয় দলে তাঁর জায়গা করে নেয়ার প্রধান বাঁধা হিসেবে শিভাম দুবেকে মনে করা হচ্ছিল। কেননা, একের এক দুর্দান্ত ইনিংস খেলে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটার। দুবে যদিও একজন অলরাউন্ডার, তবে চেন্নাইয়ের হয়ে তাঁকে এবারের আসরে বল হাতে দেখাই যায়নি। ব্যাট হাতেই নজর কেড়েছেন দর্শক, কোচ, নির্বাচক সবার।

আইপিএলের ১৭ তম সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। এখন পর্যন্ত প্রায় ১২ ইকোনমিতে মোট ১৯ ওভার বোলিং করেছেন। যদিও উইকেট নিয়েছেন মাত্র ৪ টি। সংখ্যার দিক থেকে তা বড্ড বেমানান।

বোলিং যাই হোক না কেন, ব্যাট হাতে মন্দ নন তিনি। নয় ইনিংসে করেছেন ১৭৪ রান। স্ট্রাইক রেট ১৫০। সর্বশেষ ইনিংসেও ২৪ বলে করেন ৪৬ রান। তবে, একজন ফিনিশার হিসাবে এবারের আইপিএল বিবেচনা করলে এটা যথেষ্ট নয়। ছক্কা হাঁকিয়েছেন মাত্র আটটি। চার মারেন ১৫ টি।

সেদিক থেকে এগিয়ে থাকবেন দুবে। দুবের ব্যাটিং ফর্ম তাঁকে একজন ফিনিশার হিসেবে এগিয়ে রাখবে। তবে হার্দিক পান্ডিয়া একজন পূর্ণ অলরাউন্ডার খেলছেন আইপিএলের এই আসরে। তাই অলরাউন্ডারের দিক থেকে বিবেচনা করলে হার্দিকের কোনো বিকল্প নেই। তাই, ফর্ম যাই হোক না কেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অন্যতম দাবিদার তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...