বিশ্বকাপে শক্তিশালী দলই দিবে পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটা দল বাদে বাকিরা ইতোমধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। ব্যতিক্রমদের তালিকায় আছে পাকিস্তান, চূড়ান্ত দল তাঁরা জচানাবে একদম শেষ সময়ে। যদিও, দল কেমন হবে - সেটা আগাম অনুমান করা যাচ্ছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটা দল বাদে বাকিরা ইতোমধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। ব্যতিক্রমদের তালিকায় আছে পাকিস্তান, চূড়ান্ত দল তাঁরা জানাবে একদম শেষ সময়ে। যদিও, দল কেমন হবে – সেটা আগাম অনুমান করা যাচ্ছে।

আর সেই অনুমান থেকেই বিশ্বকাপে পাকিস্তানের দলকে যথেষ্ট শক্তিশালী মানছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। বিশেষ করে সাবেক এই ফাস্ট বোলারের উচ্ছ্বাসের কারণ দলটির ফাস্ট বোলিং।

পাকিস্তানের আগ্রাসী বোলিং নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান পাওয়ার প্লেতে নিয়মিত উইকেট নেয়ার ক্ষমতা রাখে।’ তিনি নাসিম শাহ, মোহাম্মাদ আমির এবং শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে গড়া পেস বোলিং লাইন আপকে বেশ ‘হাইলি’ রেট করছেন। এছাড়া অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিমও পাওয়ার প্লেতে ভালো বোলিং করবেন বলে আশা করছেন।

পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে আশাবাদী ইরফান। তিনি বলেন, ‘পাকিস্তানের ব্যাটিং অনেক শক্তিশালী, বিশেষ করে তাদের মিডেল অর্ডার।’ তিনি ফখর জামান এবং আজম খানকে মাঝমাঠের খুব বিপজ্জনক খেলোয়াড় হবে বলে মনে করেন।

তবে এত বিশ্লেষনের পরও চূড়ান্ত দল নিয়ে অনেক প্রশ্ন থেকেই যায়। কারণ, পাকিস্তানের নির্বাচকরা আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের জন্য হারিস রউফ, হাসান আলী এবং সালমান আলী আঘাকে নিয়ে ১৮ সদস্যের দল ঘোষনা করেছেন। যেখানে দুই সিরিজ মিলে পাকিস্তান দল মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ইতিমধ্যে বিশ্বকাপের জন্য একটা সম্ভাব্য দল আইসিসি বরাবর জমা দিয়েছে পিসিবি। ২৪ মে’র মধ্যে চাইলে এই দলে পরিবর্তন আনা যাবে। এই আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের ১৮ জন থেকেই বিশ্বকাপের ১৫ জন বাছাই করবে পাকিস্তান।

বিগত নিউজিল্যান্ড সিরিজে ইনজুরির জন্য হারিস রউফ এবং আজম খান খেলতে পারেননি। অন্যদিকে, মোহাম্মদ ইরফান খান এবং মোহাম্মদ রিজওয়ানকেও কয়েক ম্যাচের বিশ্রাম দেয়া হয়। তবে, ফিটনেস পরীক্ষায় পাস করায় তাদের সবাইকে ১৮ জনের দলে অন্তভুক্তি করা হয়েছে। খোদ পিসিবিও আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী। এই সিরিজের সেরারাই যে বিশ্বকাপ দলে জায়গা পাবেন সেটা মোটামুটি অনুমিতই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...