এশিয়া কাপ ২০২৫-এর বহুল আরাধ্য সেই ট্রফি এখন কোথায়? বছর শেষ হয়েছে, এশিয়া কাপের রেশটাও বিলীন হয়েছে। তবে এখনও যে জয়ী দলের হাতে ওঠেনি তা। তাই তো আরও একবার মুখ খুলতে হলো মহসিন নাকভিকে। বললেন, ট্রফি নিরাপদেই আছে, উদ্বেগের কিছু নেই।
সম্প্রতি করাচিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপ ২০২৫-এর ট্রফির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে নাকভি বলেন, ‘ট্রফি যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নিরাপদ।’

এশিয়া কাপের পর কিছুদিন ট্রফি হস্তান্তর-বিতর্ক নিয়ে সরগরম ছিল ক্রিকেট পাড়া। এমনকি ট্রফি উধাও হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। মাঝের সময়টাতে অবশ্য ধামাচাপা পড়ে যেতে বসে এই ঘটনা। তবে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তা। সাম্প্রতিক সময়ে ট্রফি আদৌ ঠিকঠাক আছে কিনা, কোথায় আছে, এসব বিতর্ক সামনে আসে। তার জের ধরেই নাকভির এমন আশ্বাসবাণী।
ট্রফি কাণ্ড এখন অনেকটাই অযাচিত বিষয়। নাকভি নিজেও এসব নিয়ে আর ভাবছেন না, হয়তো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন চাইছে ক্রিকেট নিয়েই পরিকল্পনা সাজাতে। আগামী আসরগুলোর সূচি কী হবে, কীভাবে আরও ভালোভাবে আয়োজন করা যায়, তা নিয়েই এখন মাথাব্যথা।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এ বিষয়ে নীরব ভূমিকাই পালন করছে অনেকটা। প্রশাসনিক নিয়মেই তাই সবকিছু এগোচ্ছে বলেই সবার ধারণা।
Share via:











