চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দলকে চড়কির মত ঘুরাচ্ছে ভারত

আয়োজক পাকিস্তান, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ছড়ি ঘোরাচ্ছে ভারত। বাকি দলগুলোকেও চড়কির মত ঘোরাচ্ছে ভারত! দুবাইতে টিম ইন্ডিয়া বানিয়েছে নিজেদের ঘাঁটি। সেখানেই বাকিদের উড়ে আসতে হচ্ছে। গ্রুপ বি থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এই দুই দলকেই যেতে হচ্ছে দুবাইতে।

এখনও পর্যন্ত সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হয়নি। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের পরই নির্ধারিত হবে সেমিফাইনালে কে খেলবে কোন দলের বিপক্ষে। মূল বিপত্তি বেধেছে মূলত ভারতকে ঘিরে। ভারত সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বটে। তাদের সেমিফাইনাল ম্যাচটি আয়োজিত হবে দুবাইতে।

কিন্তু তাদের প্রতিপক্ষ কে হবে, সেটা নিশ্চিত নয়। ভারত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে যায়, তবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর যদি তারা হেরে যায়, তবে তারা হবে গ্রুপ রানার্সআপ। যথারীতি চ্যাম্পিয়ন হলে গ্রুপ বি রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। আর যদি ভারত রানার্সআপ হয় তবে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।

যেহেতু এখনও নিশ্চিত হয়নি ভারতের অবস্থান, তাই বি-গ্রুপের দুই দলকেই উড়ে যেতে হবে দুবাইতে। সেখানে দুই দলই অনুশীলন করবে একদিন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ শেষ হলে, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মধ্যে একদল ফিরবে আবার পাকিস্তানে।

বলা হচ্ছে চার মার্চের সেমিফাইনালের জন্যে যেন বি-গ্রুপের অনির্ধারিত দলটি পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে, সে কারণেই দুই দলকেই উড়িয়ে নেওয়া হচ্ছে দুবাইতে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। নিজেদের শেষ ম্যাচ শেষেই প্রোটিয়ারাও যাবে সংযুক্ত আরব আমিরাতে।

এত ঝামেলার মূল কারণ, দুই ভিন্ন দেশে খেলা আয়োজন। মজার ব্যাপার হচ্ছে, আয়োজক পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা কোন দলই থাকছে না, দুই মার্চের আগে। এমন উদ্ভট বিষয়ের দেখা নিশ্চয়ই হরহামেশা মেলে না। স্রেফ ভারতের অনীহাতেই বরং বাকিদের ঝামেলা বেড়ে গেল। বোঝার উপায় নেই, টুর্নামেন্টের আয়োজক আসলে কে!

Share via
Copy link