প্রথম সেশনে প্রোটিয়াদের দাপট

উসমান খাজাকে দিয়ে কাগিসো রাবাদার শুরু, ট্রাভিস হেডকে ফিরিয়ে শেষটা করলেন মার্কো ইয়ানসেন। অস্ট্রেলিয়ার টপ অর্ডার ধসে পড়লো এই বোলিং জুটির তাণ্ডবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সকালের শুরুতেই ধাক্কা খেল অজিরা।

উসমান খাজাকে দিয়ে কাগিসো রাবাদার শুরু, ট্রাভিস হেডকে ফিরিয়ে শেষটা করলেন মার্কো ইয়ানসেন। অস্ট্রেলিয়ার টপ অর্ডার ধসে পড়লো এই বোলিং জুটির তাণ্ডবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সকালের শুরুতেই ধাক্কা খেল অজিরা।

লর্ডসে টসে জিতে বোলিংটা বেছে নেয় সাউথ আফ্রিকা। বাভুমার এই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা বোঝা গেল শুরুতেই। এক প্রান্তে রাবাদা, অন্য প্রান্তে মার্কো ইয়ানসেন চেপে বসেছিল অজি ওপেনারদের উপর।

অস্ট্রেলিয়া প্রথম ধাক্কাটা খায় ১২ রানের মাথায়। রাবাদার গুড লেন্থের দুর্দান্ত ডেলিভারিতে কিছুই করার ছিল না উসমান খাজার। স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফিরতে হয় তাকে।

ওই ওভারে রাবাদার পরের শিকার ক্যামেরুন গ্রিন। স্লিপে থাকা এইডেন মার্করামের কাছে ক্যাচ দিয়ে ফিরতে হয় গ্রিনকে, দলীয় রান তখন ১৬।

লাবুশেনকে সঙ্গে নিয়ে স্মিথের প্রতিরোধ গড়ার চেষ্টাও ধাক্কা খেল ৪৬ রানের মাথায়। মার্কো ইয়ানসেনের শিকার হয়ে ১৭ রান করে ফিরতে হয় লাবুশেনকে। ট্রাভিস হেডের চেষ্টাও বিফলে গেল রাবাদার আক্রমণের সামনে। তাঁকে ফিরতে হলো মাত্র ১১ রান করেই।

লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৭ রান, নেই চার উইকেট। রাবাদা-ইয়ানসেনের সুইংয়ে দিশেহারা প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার টপ অর্ডার ডুবিয়ে দিয়ে বড় মঞ্চে বড় সুযোগটা পেল সাউথ আফ্রিকা। প্রথম সেশনটা নিজেদের দখলে নিয়ে রীতিমতো সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখলো প্রোটিয়া শিবির।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link