যখন চান তখনই করাই খান বাবর আজম!

করাচি কিংসে যা ইচ্ছা তাই করার সুযোগ ছিল বাবর আজমের, দাবি করেন সালমান। বিশেষ করে, খাওয়া দাওয়ায় তাঁর ওপর কোনো বিধি নিষেধ ছিল না। রাত করে দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে বের হয়ে যেতে পারতেন বাবর।

করাচি কিংস যেবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জিতে, সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন বাবর আজম। তিনি ছিলেন করাচির পোস্টার বয়। কিন্তু, বছর দুয়েক আগে যখন করাচি ছেড়ে পেশোয়ার জালমিতে আসেন, তখন বিদায়টা যথার্থ হয়নি।

বিশেষ করে, ম্যানেজমেন্ট ও মালিক পক্ষের সাথে নাকি দূরত্ব বেড়ে যায় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের। সেই ঘটনার এতদিন বাদে সেই সব ইস্যু নিয়ে মুখ খুললেন দলের মালিক সালমান ইকবাল। তিনি গুরুতর অভিযোগ করেছেন বাবর আজমকে নিয়ে।

করাচি কিংসে যা ইচ্ছা তাই করার সুযোগ ছিল বাবর আজমের, দাবি করেন সালমান। বিশেষ করে, খাওয়া দাওয়ায় তাঁর ওপর কোনো বিধি নিষেধ ছিল না। রাত করে দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে বের হয়ে যেতে পারতেন বাবর।

সালমান ইকবাল এক ইউটিউব চ্যানেলে এসে বলেন, ‘বাবরকে কখনও আমরা চিকেন করাই খেতে বারণ করনি। যখনই ও করাই খেতে চাইত, আমরা তাকে করাই এনে দিতাম। রাতের বেলায় হোটেল থেকেও বের হতে দিতাম, সেখানে অন্য স্থানীয় খেলোয়াড়রাও তাঁর সঙ্গী হত।’

সালমানের দাবি সত্যি হলে, বাবরের মধ্যে শৃঙ্খলার কোনো বালাই নেই। করাই খুবই তেল-মশলাদার খাবার। আর একজন সিনিয়র ক্রিকেটার যদি রাত করে হোটেল থেকে বের হন, সেটা দলের জুনিয়রদের মধ্যে খুব ভাল বার্তা দেয় না।

Share via
Copy link