টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশা পূরণ করা তো দূরে থাক, উল্টো সমর্থকদের লজ্জায় ডুবিয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল তাঁরা। এরপর থেকেই সমালোচনার স্রোত ধেয়ে এসেছে বাবর আজমের দিকে; অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় তাঁর কাঁধেই এসে পড়েছে। যদিও এত এত সমালোচনার মাঝে খানিকটা প্রশংসা এবার পেলেন তিনি।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদ বাবরের ব্যাটিং নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যাটার যেভাবে নিজেকে বদলে আরো আক্রমণাত্বক হয়ে উঠেছেন সেটা নজর কেড়েছে তাঁর।
তিনি বলেন, ‘সে (বাবর) আগের তুলনায় বেশি আগ্রাসন নিয়ে ব্যাটিং করে এখন। এই পরিবর্তন চোখে লাগার মতই। তাঁর ইন্টেনও সাম্প্রতিক সময়ে অনেক বেশি ইতিবাচক। কেউ একজন যদি এভাবে উন্নতি করতে পারে আমার বিশ্বাস সেটা ভাল কিছুর জন্য যথেষ্ট।’
এছাড়া বাবর পাকিস্তানের জন্য অনেক কিছু করেছে এমনটা মনে করিয়ে দিয়ে এই স্পিনার বলেন, ‘যদি আমরা তাঁকে নিয়ে কথা বলি তাহলে দেখব বিশ্ব ক্রিকেটে লোকজন তাঁর প্রতি ব্যাপক সম্মান দেখায়। আমার মনে হয় মাঝে মাঝে সমর্থকেরা তাঁর উপর একটু বেশিই রূঢ় হয়।’
এরই পরিপ্রেক্ষিতে মুশতাক ক্রিকেটে টিম ওয়ার্কের গুরুত্ব নিয়ে নিজের মতামত দিয়েছেন। তাঁর মতে, কেবল বাবর আজম নয় বরং প্রত্যেক খেলোয়াড়েরই রান করা উচিত।
এই তারকা বলেন, ‘অন্যান্য খেলোয়াড়দেরও দায়িত্ব পালন করতে হবে, তাদেরও একটা ভূমিকা আছে। যদি স্রেফ একজন আপনাকে রান করে দেয়, কিন্তু বাকিরা পরের ওভারে রান করতে না পারে তাহলে বুঝতে হবে সেখানে সমস্যা আছে। গত তিন চার বছর ধরে অনেকে পারফরম করছে এমন ম্যাচে যখন সেটা তেমন প্রভাব রাখতে পারে না।’