এশিয়া কাপে আকাশসম প্রত্যাশা নিয়ে গেলেও পাকিস্তান দল ফিরেছিল হতাশা নিয়ে। কিন্তু বিশ্বকাপের আগে সে সব ব্যর্থতা ভুলে আবারো নতুন করে প্রস্তুতি নিয়েছে তাঁরা। মূল টুর্নামেন্টের আগে গা গরমের ম্যাচে দলটি যাচাই করে নিয়েছে নিজেদের শক্তিমত্তা আর দুর্বলতা, ফলাফল পক্ষে না আসলেও পারফরম্যান্সে ছিল সন্তোষজনক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অবশ্য পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম ছিলেন না নেতৃত্বে। তাঁর পরিবর্তে দায়িত্ব পালন করেছেন শাদাব খান। ম্যাচ শেষে নিজের অধিনায়কত্বের সুবিধা নিতে ভুল করেননি তিনি, মজা করেই খোঁচা দিয়েছেন বাবরকে।
এই লেগ স্পিনার বলেন, ‘বাবর ঠিক আছে, কিন্তু সে বিশ্রাম চেয়েছিল। অবশ্য আমি এমনই অধিনায়ক যে বাবর আজমকেও পানি টানতে বাধ্য করতে পারি।’
সহ-অধিনায়কের এমন মন্তব্যেই স্পষ্ট পাকিস্তানের ড্রেসিংরুমে এখন যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান। যদিও মহাদেশীয় টুর্নামেন্টে অপ্রত্যাশিত পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। টিম মিটিংয়ে বাবর আজম এবং শাহীন শাহ আফ্রিদি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন সে সময়।
পরে অবশ্য সব বিতর্কের অবসান ঘটিয়ে নিজেরাই নিজেদের সম্পর্ক ঠিক করে নিয়েছিলেন এই দুই তারকা। বাবরের সঙ্গে একটা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শাহীন লিখেছিলেন ‘ফ্যামেলি’। পাক ব্যাটারও ফ্যামেলি শব্দের উপর জোর দিয়েছিলেন, বলেছিলেন সবাইকে সম্মান দেয়ার কথা।
মজার ব্যাপার যে, শাদাব খানও এদিন কথা বলতে গিয়ে ফ্যামেলি শব্দটি ব্যবহার করেছিলেন। সতীর্থদের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি জানান, আমরা একটা পরিবারের মত। আমরা সবাই ভাল বন্ধু, এটাই আমাদের দলের সৌন্দর্য। আমরা একসাথে জিতি, একসাথে হারি। জেতাটা একটা অভ্যাসের মতন, আমরাও সবসময় জিততে চাই।’
বাবর আজম এবং শাহীন শাহ আফ্রিদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের পরেই ভক্ত-সমর্থকেরা স্বস্তি পেয়েছিল; আর শাদাবের এমন অকপট স্বীকারোক্তির পর কোন সংশয়ই থাকার কথা নয় পাক ক্রিকেটারদের সম্পর্কের গভীরতা নিয়ে।