সর্বশেষ বিশ্বকাপের পরাজয়ের লজ্জা যেন পিছুই ছাড়ছে না বাবর আজমের। পাকিস্তানের এই দলপতি এবার হাস্যরসের পাত্র বনে গেলেন ভারতীয় এক অনুষ্ঠানে। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং এবং এস শ্রীশান্ত তাঁর নাম শুনতেই হাস্যরসে মেতে ওঠে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে একের পর এক লজ্জার পরাজয়ের স্বীকার হয় পাকিস্তান। তাইতো সেখানে পাকিস্তানের অধিনায়কের ভূমিকা বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। তাঁর প্রভাব কতটুকু কাজে এসেছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সম্প্রতি ভারতের এক বেসরকারী চ্যানেলের অনুষ্ঠানে হরভজন এবং শ্রীশান্তকে র্যাপিড ফায়ার পর্বে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাঁর মধ্যে একটি প্রশ্নে তাঁদেরকে কুমার সাঙ্গাকার আর ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারাকে বেছে নিতে বলা হয়। তাঁরা ব্রায়ান লারাকে বেছে নেন।
এরপর তাঁদেরকে আবার ব্রায়ান লারা এবং বাবর আজমের মধ্যে যেকোন একজনকে বেছে নিতে বলা হয়। আর তাতেই হাসতে থাকেন এই দুই ভারতীয় ক্রিকেটার। তাঁদের হাসি যেন থামছিলই না।
ইতিমধ্যে বাবর নিশ্চিত করেছেন তিনি তাঁর অধিনায়কত্ব নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সবাই জানাবেন। যদি অধিনায়কত্ব ছাড়েনও, সেটাও জানাবেন। তিনি বলেন, ‘আমি যখন আগে অধিনায়কত্ব ছেড়েছিলাম, তখন আমি ভেবেছিলাম যে আমার ঐ জায়গায় থাকা উচিত না। তাই নিজেই জানিয়েছিলাম।’
পাকিস্তানের এই অধিনায়ক আরো যোগ করে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন আমাকে আবার অধিনায়কের পদ ফিরিয়ে দিল, এট তাঁদেরই সিদ্ধান্ত ছিল। আমরা এখন এটা নিয়ে আলোচনা করবো। যদি এই পদ থেকে সরে দাড়াই, তবে সবাইকে জানিয়েই সরে দাড়াবো। যা হবে সব প্রকাশ্যেই হবে।’