দিন দুয়েক আগে বলেছিলেন, আই উইল বি ব্যাক। হ্যাঁ, বাবর আজম ফিরে এসেছেন। সাথে ফিরেছে তাঁর বাদশাহী মেজাজ। চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অধরা সেঞ্চুরিটা প্রায় পেয়েই গিয়েছিলেন।
কিন্তু, শেষ রক্ষা হল না। মাইলফলক থেকে ছয় রান দূরে থাকতে ফিরে গেলেন সাজঘরে। দলও জয় বঞ্চিত হল। বাবরের মতই তীরে এসে তরী ডুবল পেশোয়ার জালমির।
যদিও, রান ফিরেছেন, ব্যাটে ছন্দ ফিরেছে। এই স্বস্তির নি:শ্বাসটা বাদশাহ বাবর ছাড়তেই পারেন। রাওয়ালপিন্ডির মাঠে তাঁর এবারের ইনিংসটা নিয়ে খুব বেশি সমালোচনার সুযোগ নেই।
রান তিনি তুলেছেন ১৯২ স্ট্রাইক রেটে। ৪৯ বল ক্রিজে ছিলেন তিন নম্বরে ব্যাট করতে নেমে। আউট হওয়ার আগে করেন ৯৪ রান। চারটি ছক্কা আর ১০ টি চারে সাজানো ইনিংস অবশ্য যথেষ্ট হয়নি পেশোয়ারের জয়ের জন্য।
২৩ রানে পরাজয় বরণ করতে হয় বাবর আজমের দলকে। শেষ দুই ওভারে পেশোয়ার জালমি ৫২ রান হজম করে। খুশদিল শাহ ১৫ বলে করেন ৪৩। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। বাবর আজমের একার পক্ষে ততটা দানবীয় হয়ে ওঠা সম্ভব হয়নি। সায়িম আইয়ুব বাদে কেউ ততটা সমর্থনও যোগাননি।