ফের অধিনায়কত্ব ছাড়লেন বাবর

নিজের ছায়া হয়ে ঘুরপাক খাচ্ছিলেন বাবর। ব্যাটার সত্ত্বা প্রায় হারিয়ে যেতে বসেছিল।

আবারও পদত্যাগ করলেন বাবর আজম। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিলেন পাকিস্তানি এই তারকা ব্যাটার।

নানা সমালোচনার মুখে প্রথম দফায় অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর জাকা আশরাফের আমলে। এরপর শাহীন শাহ আফ্রিদির কাঁধে ওঠে অধিনাতকত্বের দায়িত্ব। কিন্তু এক সিরিজ যেতে না যেতেই শাহীন কে সরিয়ে দেওয়া হয় তার পদ থেকে। সেই জায়গায় ফিরিয়ে আনা হয় বাবরকে।

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ব্যর্থ হয় পাকিস্তান। এরপরই বাবরকে ঘিরে সমালোচনার মেঘ আরও ঘনীভূত হয়। তাছাড়া পারফরমেন্সও ছিল প্রশ্নবিদ্ধ। নিজের ছায়া হয়ে ঘুরপাক খাচ্ছিলেন বাবর। ব্যাটার সত্ত্বা প্রায় হারিয়ে যেতে বসেছিল।

নিজেও যেন উপলব্ধি করতে পারলেন বাবর। তাই তো তিনি এখন অধিনায়কের চাপ থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন। তিনি এখন ব্যাটার হিসেবেই আরও বেশি দায়িত্ব পালন করতে চান। অবসর ঘোষণা করে তিনি বলেন, ‘এই দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়, কিন্তু আমার পদত্যাগ করার এবং খেলার দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।’

ব্যাটার বাবরকে কেন্দ্র করে পাকিস্তান দল পরিকল্পনা সাজাতে পছন্দ করে। তাছাড়া তার ক্যালিবারের একজন ব্যাটার যে কোন দলের জন্য আশীর্বাদ। কিন্তু পাকিস্তান বিগত বেশ কিছু দিন ধরেই সেই আশীর্বাদের ফায়দা থেকে বঞ্চিত হয়েছে। বাবর হয়ত নিজেও দলের সার্থের কথা চিন্তা করেছেন। আর এরপর দ্বিতীয় দফা অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এতে করে অবশ্য পাকিস্তান নতুন এক সংকটে উপনীত হল। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটকে নেতৃত্ব দেবেন কে? তা নিয়ে নতুন করে জলঘোলা হতে শুরু করবে তা নিশ্চিত। অন্যদিকে, লাল বলে শান মাসুদের অধিনায়কত্বও পড়েছে সমালোচনার মুখে। সবমিলিয়ে বেশ নড়বড়ে অবস্থায় এখন পাকিস্তানের ক্রিকেট।

Share via
Copy link