আধুনিক ক্রিকেট এখন আর শুধু রান গোনার খেলা নয়। এখানে গুরুত্ব পায় সময়, প্রেক্ষাপট, চাপ আর প্রভাব। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। বিশেষ করে যখন তুলনার মঞ্চে দাঁড়ান দুই ভিন্ন পথের দুই মহাতারকা, বিরাট কোহলি ও বাবর আজম।
একজন যখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে, ফরম্যাট বেছে বেছে খেলছেন। অন্যজন তখন কাঁধে তুলে নিয়েছেন তিন ফরম্যাটেরই ব্যাটিং দায়িত্ব। ২০২৫ সালে বিরাট কোহলির ক্রিকেটজীবন কার্যত সীমাবদ্ধ ছিল ওয়ানডেতে। টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নেন মে মাসেই, আর তারও আগে ২০২৪-এ টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানানোয় ছোট ফরম্যাটে তাঁকে দেখা যায়নি পুরো বছরজুড়ে। বিপরীতে, পাকিস্তান দলের প্রয়োজনে বাবর আজমকে খেলিয়েছে সব ফরম্যাটে, প্রায় বিরামহীনভাবে।
২০২৫ সালে ১৩টি ওয়ানডে ইনিংসে ব্যাট করতে নেমে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেন বিরাট। হাঁকিয়েছেন ৩টি শতক ও ৪টি অর্ধশতক। বিদায়ী বর্ষে লাল বলের ক্রিকেটে মাত্র দুই ইনিংস ব্যাট করেছেন। সংগ্রহ করেছেন ২৩ রান।












