ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই – বিশ্বসেরা সব খেলোয়াড়দের মিলন মেলা। এই কথাটা ঠিক বাড়িয়ে বলা নয়, একটু কমিয়ে বলা।
কারণ, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে বিশ্বের সেরা সব খেলোয়াড়দের পাশাপাশি শীর্ষ কোচ, সম্ভাবনাময় সাপোর্টিং স্টাফ, কিংবা কিংবদন্তুতুল্য মেন্টরদেরও দেখা যায়। আচ্ছা, আড়ালের এই হিরোদের নিয়ে একটা একাদশ বানালে কেমন হয়ে? অভিনব সেই কাজটাই এবার করেছে খেলা ৭১।
- শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকারকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তিনি আইপিএলে দায়িত্ব পালন করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং মেন্টর হিসেবে। আইপিএলে নিজে খেলেছিলেন মুম্বাইয়ের হয়ে। এবার সেই দলেরই ব্যাটিং মেন্টরের দায়িত্ব পালন করছেন।
আমাদের এই একাদশের হয়ে ওপেন করতে পারেন তিনি।
- ব্রেন্ডন ম্যাককলাম
নিউজিল্যান্ডের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়াও নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবেও সফল ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি।
নিজের সময়ের সেরা এই ব্যাটসম্যান ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনে এখন কোচিং করাচ্ছেন। তিনি এইবারের আইপিএলে দায়িত্ব পালন করবেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের।
- রিকি পন্টিং
এই একাদশের তিন নম্বর পজিশনের সেরা ব্যাটসম্যান হলেন রিকি পন্টিং। রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। তিনি অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন দুইটি বিশ্বকাপ শিরোপা। কিন্তু ক্রিকেটার হিসেবে আইপিএলে ব্যর্থ ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন রিকি পন্টিং।
ক্রিকেটার হিসেবে পেশাদার ক্যারিয়ার শেষ করার পর এখন কোচিং করাচ্ছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও এই একাদশের অধিনায়কের দায়িত্ব তাঁকে দিলেও খুব একটা মন্দ হবে না।
- কুমার সাঙ্গাকার
শ্রীলঙ্কার স্বর্ণালী প্রজন্মের এক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সীমিত ওভারের ক্রিকেটে উইকেটের পিছনে এবং ব্যাট হাতে সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএলেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি।
তিনিও এই বারের আইপিএলে একটি ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছেন। সাঙ্গাকারা এইবারের মৌসুমে রাজস্থান রয়্যালস দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। এই একাদশের হয়ে খেলার সময়ও উইকেটের পিছনের দায়িত্বটা তিনিই সামলাতে পারেন।
- মাহেলা জয়াবর্ধনে
শ্রীলঙ্কা ক্রিকেটের স্বর্ণালী সময়ের কান্ডারী ছিলেন মাহেলা জয়াবর্ধনে। তিনি শ্রীলঙ্কাকে অনেকদিন নেতৃত্ব দিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কাকে বড় কোনো শিরোপা কখনোই এনে দিতে পারেননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএলেও বেশ সফল একজন ক্রিকেটার ছিলেন তিনি। আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি। গত মৌসুমে মুম্বাইকে চ্যাম্পিয়ন করতে কোচ হিসেবে ভূমিকা রেখেছিলেন তিনি।
- মাইক হাসি
‘মি.ক্রিকেট’ নামে খ্যাত মাইক হাসি পুরো ক্যারিয়ার জুড়ে অস্ট্রেলিয়ার ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্যাট হাতে ইনিংসের শেষের দিকে বেশ ভালো ভাবে ঝড় তুলতে পারতেন তিনি।
আইপিএলে ক্যারিয়ারে তিনি খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এইবারের মৌসুমে চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
- জহির খান
একসময়ে ভারতের পেস অ্যাটাকের অন্যতম নেতা ছিলেন জহির খান। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেটে বোলারদের যুগ কিছুটা শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএলেও বেশ সফল ছিলেন তিনি।
গত কয়েক মৌসুম ধরে আইপিএলে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। এই একাদশের পেস বোলিং আক্রমণের অন্যতম নেতা হতে পারেন তিনি।
- শেন বন্ড
শেন বন্ড নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা পেসার। কিন্তু ইনজুরি তাঁর ক্যারিয়ারকে দীর্ঘ করতে দেয় নি। পেশাদার ক্রিকেটারের জীবন ছাড়ার পরও ক্রিকেটকে ছাড়েননি তিনি। এরপর কাজ করছেন কোচ হিসেবে।
এই বারের আইপিএলে দায়িত্ব পালন করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের।
- কাইল মিলস
কাইল মিলস, প্রতিভা থাকা সত্ত্বেও দলে সুযোগ পেতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। অনেকটা শেন বন্ডের মত ইনজুরি প্রবণ ক্রিকেটার ছিলেন। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে জ্যাকব ওরাম, শেন বন্ডের ছায়ায় ছিলেন তিনি।
এই কারণে জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এইবারের আইপিএলে দায়িত্ব পালন করবেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের।
- অনিল কুম্বলে
ভারতের ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার ছিলেন অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অনেক স্মরণীয় জয়ে ভূমিকা ছিলো অনিল কুম্বলের। ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেট ছাড়ার পর জড়িয়েছেন কোচিং পেশায়। এইবারে আইপিএলে দায়িত্ব পালন করবেন পাঞ্জাব কিংসের হেড কোচের।
- মুত্তিয়া মুরালিধরন
মুত্তিয়া মুরালিধরন, তাঁকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী মুত্তিয়া মুরালীধরন। তিনি পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর থেকে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
গত বেশ কয়েক মৌসুম থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিন বোলিং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।