বোলার পরিচয়ে ম্লান ব্যাটিং প্রতিভা

বোলার হওয়ার জন্য খুব ছোট বেলা থেকেই একটা নির্দিষ্ট অ্যাকশনে বোলিং করতে হয়। হঠাত করে এই স্কিলটা আয়ত্বে আনা সহজ নয়। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকজন আছেন যারা ব্যাটিং থেকে তাঁদের বোলিং এ বেশি মনোযোগ দিয়েছেন। বোলিং এর ডাকে সাড়া দেয়া সেই ক্রিকেটারদের নিয়েই এই তালিকা।

অনেক ক্রিকেটারকেই আমরা দেখেছি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এসে পরে ব্যাটসম্যান হয়ে গিয়েছেন। আকাশচুম্বী সাফল্যও পেয়েছেন। এই মুহুর্তে স্টিভ স্মিথ এর সবচেয়ে বড় উদাহরণ। লেগ স্পিনার হিসেবে এসে হয়ে গিয়েছেন গোটা দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে ব্যাটসম্যান থেকে বোলার হওয়ার উদাহরণ সেই তুলনায় কম।

বোলার হওয়ার জন্য খুব ছোট বেলা থেকেই একটা নির্দিষ্ট অ্যাকশনে বোলিং করতে হয়। হঠাত করে এই স্কিলটা আয়ত্বে আনা সহজ নয়। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকজন আছেন যারা ব্যাটিং থেকে তাঁদের বোলিং এ বেশি মনোযোগ দিয়েছেন। বোলিং এর ডাকে সাড়া দেয়া সেই ক্রিকেটারদের নিয়েই এই তালিকা।

  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রবিচন্দ্রণ অশ্বিন। টেস্ট ক্রিকেটে তিনি পুরো বিশ্বের অন্যতম সেরাদের একজন। তবে এই স্পিনারও একসময় বেশ ভালো ব্যাটিং করতেন। বয়সভিত্তিক দলের হয়ে ওপেনও করেছেন।

তবে আইপিএল খেলতে এসে নিজের বোলিং এ বেশি মনোযোগ দেন তিনি। এরপর তো বাকিটা ইতিহাস। বোলার অশ্বিন ছাড়িয়ে গিয়েছেন সবকিছুই। তবে ব্যাটিংটা তিনি এখনো বেশ ভালো পারেন। টেস্ট ক্রিকেটে নামের পাশে ৫ টি সেঞ্চুরি অন্তত তাই বলে।

  • শহীদ আফ্রিদি (পাকিস্তান)

পাকিস্তান্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। ক্রিকেটের অবস্মরণীয় এক চরিত্র। পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারও তাঁর যাত্রাটা করেছিলেন ব্যাটসম্যান হিসেবে।

পাকিস্তানের হয়েও সুযোগ পেয়েছিলেন মূলত তাঁর ব্যাটিং এর জন্য। তবে পরবর্তীকালে নিজের বোলিং এই বেশি মনোযোগ দেন আফ্রিদি। নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়েও বেশ সাফল্য পেয়েছিলেন তিনি।

  • মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)

বাংলাদেশের ক্রিকেটে আসা অন্যতম এক চরিত্র মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সফলতম অধিনায়ক ও পেসারও তিনি। তবে বয়সভিত্তিক দলে ব্যাটিংটাও দারুণ করতেন এই মাশরাফি। অনুর্ধব-১৭ দলের হয়েও ব্যাট হাতে ঝড় তুলে শিরোনাম হয়েছিলেন। পরে অবশ্য বোলিং এই বেশি মনোযোগ দিয়েছিলেন এই পেসার।

ক্যারিয়ারের শুরুতে গতির ঝড় তুলে ক্রিকেট পাড়ায় আলোড়ন তুলেছিলেন। ইনজুরির কারনে আস্তে আস্তে সেই গতি কমলেও নিখুঁত লাইন লেন্থে হয়ে উঠেছিলেন দারুণ কার্যকর। তবে ব্যাট হাতে স্বভাবসুলভ সেই প্রতিভাটাও মাঝেমাঝে দেখা যেত আন্তর্জাতিক ক্রিকেট। ছোট ছোট মনে রাখার মত কিছু ক্যামিও খেলেছেন তিনি।

  • রবীন্দ্র জাদেজা (ভারত)

রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন একেবারে পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে। প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি করে মূলত আলোচনায় এসেছিলেন। তখন বোলিং এ তাঁকে দেখা যেত না বললেই চলে। পরে আইপিএলে জাদেজার বোলিং প্রথম ব্যবহার করা হয়।

একসময় তাঁর বোলিং গুরুত্বপূর্ণ হয়ে উঠে ভারতের জন্য। পরে নিজের বোলিং এই বেশি মনোযোগ দেন এই স্পিনার। এখন ভারত তাঁর ব্যাটিং এর চেয়ে বোলিংটাই বেশি ব্যবহার করে।

  • শার্দুল ঠাকুর (ভারত)

এই মুহুর্তে ভারতের পেস অ্যাটকের অন্যতম সংযোজন শারদুল ঠাকুর। তবে ঠাকুরের ক্রিকেটের যাত্রাটা শুরু করেছিলেন ব্যাট হাতেই। তবে পরে সিদ্ধান্ত নেন পেস বোলার হবার।

পেস বোলিং দিয়ে ভারতের ক্রিকেটে জায়গা করে নিয়েছেন শারদুল ঠাকুর। তবে ভারতের হয়েও পুরোনো সেই দিন ফিরিয়ে আনেন এই পেসার। ব্যাট হাতে এখনো তাঁর কাছ থেকে দারুণ কিছু ইনিংস পাচ্ছে ভারত।

  • অজিত আগারকার (ভারত)

অজিত আগারকার এমন একজন ক্রিকেটার যার লর্ডসের মাটিতে সেঞ্চুরিও আছে। ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

ব্যাট হাতে শেষের দিকে প্রায়ই দারুণ কিছু ইনিংস খেলতে দেখা যেত তাঁকে। ব্যাটসম্যান হিসেবে শুরু করেছিলেন তিনিও। তবে বল হাতে সাফল্য পাবার পর নিজের ব্যাটিং নিয়ে কাজ করা কমিয়ে দেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...