উত্তাল টেস্টমঞ্চের এ কূল-ও কূল

শ্রীলংকার এই বিজয়ের প্রভাব পরোক্ষভাবে পড়েছে ভারতের উপরও। ভারত টেবিলের এক ধাপ এগিয়ে এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এখন চতুর্থ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা ৭১.৪৩% পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। ঠিক এরপর অস্ট্রেলিয়া, ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেললে দক্ষিণ আফ্রিকার ব্যবধান আরও বাড়ানোর ভালো সুযোগ রয়েছে।

সবেমাত্র শ্রীলঙ্কা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হলো। প্রথম টেস্টে চার উইকেটের জয়ে সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। যার কারণে, স্ট্যান্ডিংয়ে তৃতীয় স্থানে উঠে আসে পাকিস্তান। অন্য দিকে হেরে যাওয়ার কারণে শ্রীলঙ্কা নেমে যায় পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।

কিন্তু পরবর্তী ও শেষ টেস্টে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে স্বগর্বে। শ্রীলঙ্কার গল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারায়। ফলস্বরূপ পয়েন্ট টেবিলে আবার বদল এসেছে। এখন শ্রীলঙ্কা ৫৩.৩৩ জয়ের শতাংশ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। ওদিকে পাকিস্তান আবার ৫১.৮৫ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে।

শ্রীলঙ্কার ২৪৬ রানের জয়ের স্থপতি ছিলেন বাঁহাতি প্রভাত জয়াসুরিয়া। যিনি এই মাসের শুরুতে অভিষেকের পর থেকেই টেস্ট ক্রিকেটে ঝড় তুলেছেন। মাত্র ছয়টি টেস্ট ইনিংসে, তিনি ২৯ টি উইকেট সংগ্রহ করে ফেলেছেন ইতোমধ্যেই! দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে জয়াসুরিয়া একাই নিয়েছেন আটটি উইকেট। যাই হোক, এইতো গেলো শেষ টেস্টে শ্রীলঙ্কার জয়ের প্রত্যক্ষ প্রভাব।

অন্যদিকে শ্রীলঙ্কার এই বিজয়ের প্রভাব পরোক্ষভাবে পড়েছে ভারতের উপরও। ভারত টেবিলের এক ধাপ এগিয়ে এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এখন চতুর্থ। ভারতের জয় এখন শতকরা ৫২.০৮ শতাংশ ম্যাচে। ভারতীয় ক্রিকেট দল যখন এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে এবং তারা সেখানে শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলবে।

কোন টেস্ট না খেলেই কেবল শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের বিশাল পরাজয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান পরিবর্তিত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত ও পাকিস্তান উভয় দলকেই আরও দুটি করে টেস্ট সিরিজ খেলতে হবে। পাকিস্তানকে ঘরের মাঠে দুটি সিরিজ খেলতে হলেও ভারতকে একটি টেস্ট ঘরের মাঠে এবং একটি টেস্ট দেশের বাহিরে খেলতে হবে। এই টেস্ট সিরিজগুলোর ফলাফলের ওপর সম্ভবত আবার ওঠানামা করবে পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। তাঁর পরে অবস্থান ইংলিশদের। ৩৩.৩৩ শতাংশ জয় নিয়ে তারা ধরে রেখেছে সাত নম্বর জায়গাটি। এদিকে ২৫.৯৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরটি নিউজিল্যান্ড ক্রিকেট দলের দখলে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে সর্বশেষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিগত দশটি টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে কেবল একটিতে। সেটিও নিউজিল্যান্ডের সাথে। তাছাড়া শ্রীলঙ্কার সাথে ড্র করেছে একটি টেস্ট। আর দুর্ভাগ্যবশত পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে বাকি আটটি টেস্ট ম্যাচই বাংলাদেশ হাতছাড়া করেছে। গেলবারের অবস্থান থেকে সবারই কম বেশি পরিবর্তন এসেছে। পরিবর্তন আসেনি কেবল বাংলাদেশের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...