বাংলাদেশকে বাদ দিল আইসিসি

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক ঘোষণা অবশেষে এসেই গেল।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক ঘোষণা অবশেষে এসেই গেল।  তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে। এমনটা যেন অনুমিতই ছিল- জনপ্রিয় ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিজবাজ জানিয়েছে তেমনটাই।

সম্প্রতি বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি-না, তার ফাইনাল উত্তর জানাতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই আলটিমেটামের পর, ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সাথে আলোচনায় বসেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই বৈঠকের পর আরও একবার স্পষ্ট করা হয় বাংলাদেশের অবস্থান।

ভারতের পরিস্থিতির কোন ধরণের পরিবর্তন ঘটেনি। বাংলাদেশ দলের জন্য সেখানে নিরাপত্তা ঝুঁকি কোন কাল্পনিক বিষয় নয়- তাইতো সেখানে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বদ্ধপরিকর ছিল বাংলাদেশ। সেই সিদ্ধান্ত ঘটা করে জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। এরপর বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

কিন্তু তাতে আর মন গলেনি আইসিসির। অবধারিতভাবে বাংলাদেশকে বাদ রেখেই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বদলি দল হিসেবে স্কটল্যান্ড পেয়ে গেছে সুযোগ। অথচ ইউরোপ অঞ্চল থেকে বাছাইপর্ব পেরুতে পারেনি। সেই দলটাই এখন খেলবে বিশ্বকাপ, এ যেন মেঘ না চাইতে জল।

সরাসরি বাংলাদেশের পরিবর্তে গ্রুপ সি-তে খেলবে স্কটল্যান্ড। খেলার সময়সূচি কিংবা ভেন্যু- সেসবে কোন পরিবর্তন আনা হয়নি। এখন দেখবার পালা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী পদক্ষেপ কি নেয়!

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link