ভারতকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ

ফুটসালের দুনিয়ার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম জয়টা এলো মেয়েদের হাত ধরে। এই ধারা অব্যাহত থাকবে পুরো টুর্নামেন্ট জুড়ে তেমনটিই হয়ত প্রত্যাশা।

৩-১ গোল ব্যবধানে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে সাবিনা খাতুনরা। ভারতের বিপক্ষে দাপট দেখানো জয়ই তুলে নিয়েছে নিজেদের প্রথম অংশগ্রহণে।

প্রথমবারের মত থাইল্যান্ডে বসেছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপ। মেয়েদের সেগমেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ নেমেছিল ভারতের মেয়েদের বিপক্ষে। ছেলেদের সেগমেন্টে ৪-৪ ব্যবধানে ড্র হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। তবে মেয়েরা আর জয় বঞ্চিত থাকতে চানননি।

প্রথমার্ধেই ২-০ গোল ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন ফুটসালের শক্ত সারফেসেও দেখিয়েছেন মুন্সিয়ানা। তার জোড়া গোলে বাংলাদেশ জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়। এরপর স্কোরশিটে নাম তোলেন সুমাইয়া মাতসুসিমা। তাতেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারতের মেয়েরা। কিন্তু তাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে যান গোলরক্ষক স্বপ্না আক্তার জিল্লি। তাকে ভেদ করে জালের ঠিকানা খুঁজে পেতে ভীষণ বেগ পোহাতে হয়েছে ভারতকে। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম লগ্নে, অবশেষে গোলের দুয়ার খুলতে সমর্থ হয় ভারত।

কিন্তু ততক্ষণে ফেরত আসার সমস্ত রাস্তাই বন্ধ করে ফেলে বাংলাদেশের মেয়েরা। ফুটসালের দুনিয়ার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম জয়টা এলো মেয়েদের হাত ধরে। এই ধারা অব্যাহত থাকবে পুরো টুর্নামেন্ট জুড়ে তেমনটিই হয়ত প্রত্যাশা। সাফে চ্যাম্পিয়ন হতে পারলে হয়ত বাংলাদেশের প্রেক্ষাপটে বদলে যাবে ফুটসালের চিত্র।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link