আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে যেমন খুব বড় উচ্ছ্বাস প্রকাশের কিছু নেই। আবার হেরে গেলে যোগ হবে এক রাশ হতাশা ও লজ্জা। তবে, সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে আছে র্যাংকিংয়ে ওপরের দিকে ওঠার হাতছানি।
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ২০ তারিখ চট্রগ্রাম পৌঁছায় টিম টাইগার্সের একটি বহর। দলের সাথে সেদিন যাননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ১৯ তারিখ ছুটি কাটিয়ে ফেরা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ অবশ্য যোগ দিয়েছেন শিষ্যদের সাথে।
সাগরিকায় গা গরমে ব্যস্ত সময় পার করছে তামিম ইকবালের দল। করোনা আক্রান্ত হওয়ায় ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যোগ দিতে পারেননি দলের সাথে। ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একদিন বিরতির পর শুরু হবে দ্বিতীয় ম্যাচ। তবে শেষ ম্যাচের আগে দুই দিনের বিশ্রাম পাবে উভয় দল।
বিপিএলের ডিআরএস না থাকলেও এই প্রযুক্তির দেখা মিলবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে৷ এছাড়াও মাঠে দর্শক ফেরার ব্যাপারেও সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সবুজ সংকেত পাওয়ায় চট্টগ্রামে ৪ হাজার ও ঢাকায় ৫ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে বিসিবি।
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া দিবারাত্রি ওয়ানডে ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫০ এবং সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সিরিজকে সামনে রেখে আজ পূর্ণাঙ্গ অনুশীলন করে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজের টিকের মূল্য তালিকা
- রুফটপ- ১ হাজার টাকা।
ইন্টারন্যাশাল স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা
২২ ফেব্রুয়ারি থেকে সাগরিকার বিটাক মোড়ে টিকেট পাওয়া যাবে নির্ধারিত বুথে। প্রতি ম্যাচের আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট পাবেন দর্শকরা। তবে, অবিক্রিত থাকলে ম্যাচের দিনও কেনা যাবে!
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলেছিল ২০১৪ সালের এশিয়া কাপে আর সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে। এখন পর্যন্ত ৮ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ আর আফগানরা ৩ ম্যাচ। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল আফগানিস্তান। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।
সর্বশেষ ৫ দেখায় ৩-২ ববধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এবারই প্রথম চট্টগ্রাম কোন পূর্ণ ওয়ানডে সিরিজ খেলবে তারা। বাংলাদেশ কি পারবে সাগরিকায় আফগান স্পিনারদের ঝড় সামলাতে? রশিদ খান ও মুজিব উর রহমানদের অপ্রতিরোধ্য স্পিন চ্যালেঞ্জ সামলাতে কতটুকু প্রস্তুত তামিম বাহিনী? পারবে তো সিরিজ জিতে ইংল্যান্ডকে টপকে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষ স্থান দখল করতে?
আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠে আসবে বাংলাদেশ। সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ এক সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।