ফিটনেস ক্যাম্প দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের। সকাল আটটায় মিরপুরে হাজির প্রাথমিক স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার। লক্ষ্যটা নাথান কেলির ক্লাসে তুলতে হবে লেটারমার্কস।
ফিটনেস নিয়ে বড্ড সিরিয়াস সবাই। শামীম পাটোয়ারি – তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন ঘাম ঝরিয়েছেন হোম অব ক্রিকেটে। বড় ছক্কা হাঁকাতে গেলে যে ফিটনেসের বিকল্প নেই।
ব্যাটারদের পাশাপাশি পিছিয়ে নেই বোলারও, মুস্তাফিজ – খালেদ – শরিফুলরাও ঝালিয়েছেন নিজেদের। গতি, নিয়ন্ত্রিত বোলিং আর দৃঢ় মানসিকতার জন্য যে নিজেকে ফিট রাখা চায়।
তবে ফিটনেস টেস্টে পাশ করতে হলে এবার বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে খেলোয়াড়দের। ১৬০০ মিটার পার করতে হবে মাত্র ৬ মিনিট ৪০ সেকেন্ডে। অন্যথায় নাম যাবে ফেলের খাতায়।
তাই তো কোনও খামখেয়ালি নয়, নিজেদের সবটা দিয়েই প্রস্তুত হচ্ছেন খেলোয়াড়েরা। এশিয়া কাপের মিশনে যে ঘাটতি থাকলে চলবে না। তবে প্রাথমিক স্কোয়াডে থাকা সবাইকে অবশ্য দেখা যায়নি আজ।
এশিয়া কাপের আগে বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস সিরিজ। তাই তো পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই বড় মঞ্চে পরীক্ষা দিতে যাবে লিটন দাসের দল। সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য বেশ আত্মবিশ্বাসী করে তুলছে দলকে। ব্যাক টু ব্যাক সিরিজ জয় বড় স্বপ্ন দেখাচ্ছে এশিয়া কাপ ঘিরে।
তাই তো কোচিং স্টাফ থেকে খেলোয়াড় সবাই খুব সিরিয়াস। সাফল্যের জন্য যে আগে চায় পরিশ্রম, ফিটনেস ক্যাম্পের প্রথম দিনে সেটাই করলো বাংলাদেশ দলের একাংশ।