সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে মাত্র ১৩২ রানের ছোট লক্ষ্য দিয়েও বোলারদের নৈপুণ্যে জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথম বারের মত অজিদের হারিয়েও আত্মতৃপ্তিতে ভুগতে চাননা মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন সিরিজের পরের ম্যাচ নিয়েই ভাবছেন তারা।
বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতলেও ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন সাকিব আল হাসান ও ৩০ রান করেছিলেন নাঈম শেখ। আর শেষের দিকে ২৩ রান করা আফিফ হোসেন ছাড়া নামের প্রতি সুবিচার করতে পারেননি আর কোন ব্যাটসম্যান। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানিয়েছেন পরের ম্যাচ গুলোতে এই সব জায়গাতে উন্নতি করতে চান তাঁরা।
অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আজ যে জায়গাতে ব্যর্থ ছিলাম পরের ম্যাচ গুলোতে সেখানে ভালো করতে হবে। বাংলাদেশের সব ম্যাচ জয়ের ক্ষুধা থাকা দরকার। এখন সময় পরের ম্যাচ নিয়ে ভাবা ও ভালো খেলা। আমরা জয় পেয়েছি এটা এখানেই শেষ।’
টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন ম্যাচ জিততে ১০ রান কম করেছিলেন তাঁরা। তাই বিরতিতে সবাই আলোচনা করেছিলেন ম্যাচ জিততে নিজেদের সেরাটা দিতে হবে সবাইকে।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংস শেষে আমার দলগত আলাপে বলেছিলাম যে আমরা ১০ রান কম করেছি তাই আমাদের ভাল ফিল্ডিং করতে হবে এবং আরও বেশি চেষ্টা করতে হবে। অল্প পুঁজি নিয়ে খেলার সময় আক্রমনাত্মক মানসিকতা ধরে রাখাটা প্রয়োজন ছিল।’
ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন এই উইকেটে ১৩২ রান তাড়া করা সম্ভব ছিল। কিন্তু প্রথম তিন ওভারে মাত্র ১১ রানে ৩ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেননি তারা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারলেও ওয়েড প্রশংসা করেছেন বোলারদের।
ওয়েড বলেন, ‘বোলাররা অসাধারণ পারফরম করেছিল। ১৩২ রান তাড়া করা সম্ভব ছিল। কিন্তু আপনি ১১ রানে যদি ৩ উইকেট হারান তবে আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে। মার্শ এবং আমি চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। এই উইকেটে রান করার উপায় খুঁজে বের করতে হবে। আমরা জানতাম তারা অনেক স্পিন বল করবে। আমাদের তাড়া করার উপায় বের করতে হবে।’