হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য জুটিতে দিন শেষে স্বত্বিতে রয়েছে বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ খুব বড় না হলেও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স মনে করেন লড়াইয়ে ফিরে এসেছে বাংলাদেশ।
প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৮ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরে ছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। এরপর শেষ বিকেলে দলকে টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। দুই বার বিপর্যয়ে পড়ার পরেও ম্যাচে ফিরে তাই প্রিন্স প্রশংসা করেছেন সবার।
প্রিন্স বলেন, ‘দিনের শেষের দিকে আমরা খুব ভাল ভাবে লড়াইয়ে ফিরে এসেছি। দিনের শুরুতে দুটি উইকেট হারিয়ে ফেলা খুব কঠিন ছিল। কিন্তু এর পর মুমিনুলের সাথে সাদমানের ৬০ রানের জুটিটা দারুণ ছিল। লাঞ্চের পরেও আমরা খুব ভাল শুরু পেয়েছিলাম মুমিনুল ও মুশফিকের জুটিতে।’
প্রিন্স মনে করেন মুশফিকের ইনিংসটা আরো বড় হতে পারতো। তিনি বলেন, ‘মুশফিকের উইকেটটা দুর্ভাগ্যজনক ছিল। সাকিবকেও আমরা দ্রুত হারালাম। এরপর লিটন ও মাহমুদউল্লাহর দারুণ জুটি হয়। আমার মনে হয় ৮ রানে ২ উইকেট ও ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর আমরা দারুণ ভাবে লড়াই করে ম্যাচে ফিরেছি।’
টেস্টে লিটন ছয় সাত নম্বরে নিয়মিত রান করলেও ইনিংস বড় করতে বার বার ব্যর্থ হয়েছেন। কিন্তু আজ দলের বিপর্যয়ে প্রায় তিন ঘন্টা উইকেটে কাটিয়ে ১৪৭ বলে ৯৫ রানের দারুণ ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। প্রিন্স জানিয়েছেন লিটন মনোযোগ হারিয়ে ফেলাতেই ইনিংস বড় করতে পারেননি।
প্রিন্স বলেন, ‘আমাকে বলেছে যে ৩০-৪০ রান করার পর মনোযোগ হারিয়ে ফেলে ও আউট হয়ে যায়। আমি তাকে বলেছি যদি তুমি কত রান করেছ, বা সব কিছু ভুলে তিন ঘন্টা ব্যাটিং করো, তবে দেখবা সেঞ্চুরির কাছে চলে গেছো। আজ সে তাই করেছে তবে দুর্ভাগ্য যে সে সেঞ্চুরির কাছে গিয়েও মিস করেছে, কিন্তু সে ভালো কিছুই শিখবে।’
প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ রান করে ও তাসকিন আহমেদ ১৩ রান করে অপরাজিত রয়েছেন। আগামীকাল বেলা দেড়টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।