শ্রীলঙ্কায় অনুশীলনে বিড়ম্বনার স্বীকার বাংলাদেশ দল

শ্রীলঙ্কায় অনুশীলন নিয়ে বিড়ম্বনার স্বীকার বাংলাদেশ দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ওয়ানডে দল এসেছিল অনুশীলনে। তবে মাঠ কর্তৃপক্ষ মূল মাঠে অনুশীলনে প্রথমে বাঁধা দেয়।

শ্রীলঙ্কায় অনুশীলন নিয়ে বিড়ম্বনার স্বীকার বাংলাদেশ দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ওয়ানডে দল এসেছিল অনুশীলনে। তবে মাঠ কর্তৃপক্ষ মূল মাঠে অনুশীলনে প্রথমে বাঁধা দেয়।

কার্যত এদিন হওয়ার কথা ছিল কলম্বো টেস্টের পঞ্চম দিন। কিন্তু একদিন আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ায়, মাঠ পরিচর্যার কাজে লেগে পড়েন মাঠ কর্মীরা। মূল মাঠে তাই অনুশীলনে বাঁধা সৃষ্টি।

যদিও শেষ অবধি এই সমস্যার সমাধান হয়েছে। মূলত ভুল বোঝাবুঝির কারণে এই বিড়ম্বনার সূত্রপাত। পরবর্তীতে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল সিংহলিজ স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। বুঝিয়ে বলেন সমস্তকিছু।

বাংলাদেশ স্রেফ ফিল্ডিং প্র্যাকটিস করতে চেয়েছে মূল মাঠের একটা পাশে। তবে লঙ্কান মাঠকর্মীদের ধারণা ছিল বাংলাদেশ মূল উইকেট ব্যবহার করবে। এছাড়াও মাঠে পানি দেওয়ায় মাঠকর্মীরা শুরুতে ফিটনেস ট্রেনিং ও ফিল্ডিং করতে নারাজ।

যদিও আগেভাগেই সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ২টায় অনুশীলনের অনুমতি নিয়ে রেখেছিল বাংলাদেশ দল৷ তবুও এই বিপত্তি।

সব ঝামেলা মিটে যাওয়ার পর, মাঠের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে নিজেদের পরিকল্পনা শেয়ার করেন নাফিস ইকবাল। বুঝিয়ে বলেন স্রেফ আধা ঘন্টা কিংবা ৪০ মিনিটের জন্যে মাঠে একটা অংশ প্রয়োজন। সেখানে বাংলাদেশ দল করবে ফিল্ডিং অনুশীলন। যদিও মাঠ ভেজা থাকায় বাংলাদেশ দল প্রথমে নেট অনুশীলনেই মনোযোগ দেয়।

Share via
Copy link