দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিং, সেই সাথে দাপুটে বোলিং—সব মিলিয়ে প্রোটিয়াদের কোনো সুযোগই দেয়নি আজিজুল হাকিমের দল। ১৩০ রানের বড় জয়ে প্রথম ম্যাচই নিজেদের করে নিল তারা।
স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই ব্যাটিং করতে নামে বাংলাদেশ। জাওয়াদ আব্রারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ শুরু পায় দল। ৬১ বলে ৭০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন জাওয়াদ।
এরপর রিজান এবং আব্দুল্লাহ ব্যাটিংয়ের দায়িত্বভার বুঝে নেন। ৩৮ ওভারেই দলের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ২১৪ রান। এই অবস্থায় মনে হচ্ছিল ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যাবে বাংলাদেশ।
তবে শেষ দিকে আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে ২৮৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা। রিজান এবং আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ৬৩ রানের দুটি ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইকবাল হোসাইন ইমনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তাদের টপ অর্ডার। ওপেনার শাল্কভেইক তো রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
অবশ্য এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া। ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেললেও সতীর্থদের ব্যর্থতায় তা কাজে আসেনি। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩২.১ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
৭ ওভার বল করে ২৬ রান দিয়ে ইমন শিকার করেন ৩ উইকেট। স্পিনার স্বাধীন ইসলামও প্রোটিয়াদের তিনজনকেই সাজঘরে ফিরিয়েছেন। আজিজুল, দেবাশীষ এবং রিজানও নিয়েছেন একটি করে উইকেট। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই নিজেদের আধিপত্য দেখাল বাংলাদেশ। ব্যাট, বল, ফিল্ডিং—সবখানেই দুর্দান্ত এই দল ফুল মার্কসই পাবে।