অল্প রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ের পর মোসাদ্দেকদের নিয়ন্ত্রিত বোলিং, তাতেই হংকং সুপার সিক্সেসে নিজেদের প্রথম জয় নিশ্চিত করল আকবরের দল।
বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল টাইগারদের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংস সূচনা করতে নেমেছিলেন হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম। রানের খাতা খোলার আগেই বিদায় নেন জিসান, তবে সোহান অন্য প্রান্তে ঝড় তোলেন। যদিও দুর্ভাগ্যবশত রান আউটে কাটা পড়েন সাত বলে ২১ রান করে।
কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন কাপ্তান আকবর আলী। ছক্কা-চারের বৃষ্টি নামে তাঁর ব্যাটে, দলের রানের চাকা চলতে থাকে দুর্বার গতিতে। তবে ৯ বলে ৩২ করেই থামতে হয় তাঁকে। চার ছক্কা আর দুই চারে সাজানো ইনিংসের স্ট্রাইক রেটটা ছিল ৩৫৫-এর উপরে।

প্রথম তিন ওভার থেকে বাংলাদেশের স্কোরবোর্ডে আসে তিন উইকেট হারিয়ে ৫৬ রান। আকবরের বিদায়ের পর রান তোলার গতি কমে যায় বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা আবু হায়দার রনিরা চাহিদা অনুযায়ী ডেলিভার করতে পারেননি। শেষ তিন ওভারে তাই বাংলাদেশ তোলে ১৯ রান।
শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ৭৬ রানের। বলতে গেলে একেবারেই সহজ লক্ষ্যমাত্রা। তবে ১৩ রানের মাথায় থানুকা দাবারেকে থামিয়ে দেন আবু হায়দার রনি। এরপরই মোসাদ্দেক হোসেন সৈকতও যোগ দেন উইকেট তোলার মিশনে। শিকার করেন তিন উইকেট। আর ওখানেই মূলত শ্রীলঙ্কার ছন্দপতন হয়।
শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে হার মানতে বাধ্য হয় তারা। ৬১ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশ জয় পায় ১৪ রানের ব্যবধানে।












