Social Media

Light
Dark

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

অনেক জল ঘোলার পর এশিয়া কাপের খসড়া সূচি চূড়ান্ত হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়েছিল ৩১ আগস্ট আসর শুরু করতে। কিন্তু, এর একদিন আগেই শুরু হচ্ছে এই মহাদেশীয় আসর, জানিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

যথারীতি হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে এই আসর। ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা। ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে। ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল।

টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা দুইটায়। বাংলাদেশের অভিযান শুরু হবে তিন সেপ্টেম্বর। সেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

যেকোনো ফরম্যাটেই এশিয়া কাপে বাংলাদেশের সর্বশেষ প্রতিপক্ষ এই আফগানিস্তানই। ফলে, তাঁদের বিপক্ষে খেলেই শুরু করতে পারাটা একটা ইতিবাচক ব্যাপার।

গ্রুপ পর্বের খেলায় আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে পাকিস্তান-ভারত। এর ঠিক এক সপ্তাহ বাদে কোনো অঘটন না ঘটলে সুপার ফোরে ১০ সেপ্টেম্বরে আবারো মুখোমুখি হতে পারে দুটি দেশ। দুটি ম্যাচই হবে ক্যান্ডিতে।

সুপার ফোরে উঠলে ছয় সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটা অনুষ্ঠিত হবে লাহোরে। বাংলাদেশ না উঠতে পারলে সেখানে খেলবে আফগানিস্তান, সেটা তাদের গ্রুপ পর্বে অবস্থান যাই থাকুন না কেন।

আসরের ফাইনাল হবে আগামী ১৭ সেপ্টেম্বর, এটা আগে থেকেই নির্ধারিত ছিল। মোট ম্যাচ ১৩ টি। পাকিস্তান পাচ্ছে দু’টি ভেন্যুতে চারটি ম্যাচ। ১৯ দিনে ১৩ ম্যাচ – দম ফেলার সময় নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link