নিউজিল্যান্ডকে স্তব্ধ করে দিল বাংলাদেশের স্পোর্টসম্যানশিপ!

নাসুম-এবাদত কোনো প্রশ্ন রাখতে চাইলেন না। তাঁরা রানটা ফিরিয়ে দিলেন। ক্রিকেট মাঠে একটা রান দিয়েই যখন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় - তখন নাসুম-এবাদত ক্রিকেট স্পিরিটের নতুন এক নিদর্শনই স্থাপন করলেন।

লং অনে তুলে মেরেছিরেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের দু’জন ফিল্ডার তাড়া করেও ক্যাচ ধরার ধারের কাছেও যেতে পারেননি। এই সুযোগে দুই রান নেওয়ার সুযোগ থাকলেও রান আসল একটা। কিন্তু, লং অনের ফিল্ডার বল যখন স্ট্রাইকিং এন্ডে ছুড়ে মারেন সেটা ফিল্ডারের হাতে না গিয়ে লাগে এবাদত হোসেনের ব্যাটে।

বল নিজের দিক পরিবর্তন করে চলে যায় শর্ট ফাইন লেগে। এই সুযোগে আরেকবার জায়গা বদল করে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ক্রিকেটের আইন বলে, এভাবে রান নিতে কোনো বাঁধা নেই। কারণ, ব্যাটার এখানে ইচ্ছা করে ব্যাট দিয়ে বল দূরে ঠেলে পাঠাননি।

ফলে, আইনত কোনো বাঁধা নেই। এভাবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপও জিতে নিয়েছিল ইয়ন মরগ্যানের ইংল্যান্ড দল। সেই বিশ্বকাপে এই নিয়ে অনেক বিতর্কও। সেদিন সিদ্ধান্ত গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে এবারও বিপক্ষে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের উইকেটরক্ষক নিক কেলি আপত্তি করলেন। স্ট্যাম্প মাইকে তাঁর কণ্ঠ শোনা গেল। তিনি বলছেন, ‘বল তো ওর ব্যাটে লেগেছে। এটাতে রান কেন নেবে!’ এই প্রশ্ন অবশ্য তিনি তুলতে পারেননা। আম্পায়ার গাজী সোহেল এসেও সেটাই বোঝালেন।

কিন্তু, নাসুম-এবাদত কোনো প্রশ্ন রাখতে চাইলেন না। তাঁরা রানটা ফিরিয়ে দিলেন। ক্রিকেট মাঠে একটা রান দিয়েই যখন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় – তখন নাসুম-এবাদত ক্রিকেট স্পিরিটের নতুন এক নিদর্শনই স্থাপন করলেন।

Share via
Copy link