উইন্ডিজ সিরিজেই ব্যাটিং কোচ

গত মার্চ থেকেই করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ। গত আগস্টে বাংলাদেশের ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও সেখানে ছিলেন না ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ২১ আগস্ট পারিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের সাথে যোগ দিবেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ব্যাটিং কোচ না থাকলেও অনুশীলন শুরু আগেই ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গতকাল সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন দ্রুতই আনুষ্ঠানিকভাবে টাইগারদের নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করবে বিসিবি। ইতিমধ্যে কোচের সঙ্গে চুক্তিসংক্রান্ত বিষয়গুলোও চূড়ান্ত হয়ে গেছে।

বিসিবির প্রধান নির্বাহী কোচ নিয়োগ প্রসঙ্গে আরো বলেন, ‘আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শিগিগরই জানতে পারবেন। অনেকটাই চূড়ান্ত হয়েছে। আমাদের এই কোচিং স্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের এডজাসমেন্টের প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। প্রায় চূড়ান্ত হয়ে আছে। আমরা আশা করি খুব শিগিগরই নামটি পেয়ে যাবেন।’

টাইগারদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। জন লুইস সাসেক্সের সহকারী কোচ, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ ও শ্রীলঙ্কার ব্যাটিং-পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর পছন্দও ৪৫ বছর বয়সি জন লুইস।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর থেকেই বিশ্রামে রয়েছে ক্রিকেটাররা। ১০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। অনুশীলন শুরুর আগেই হেড কোচ রাসেল ডোমিঙ্গো সহ অন্য বিদেশি কোচরা ঢাকায় চলে আসবেন। এর আগেই প্রাথমিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে একটি প্রাথমিক দল ঘোষণা করা হবে। পরে ১৪ ও ১৬ জানুয়ারি ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। তারপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

জানিয়ে রাখা ভাল, আগামী মাসের ১০ তারিখে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় এসে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবে ক্যারিবিয়ানরা। এসময় তিন বার করোনা টেস্ট করা হবে তাদের। তিন বারই করোনা নেগেটিভ হলে তবেই মিলবে অনুশীলনের সুযোগ।

২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।

ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সফর সংক্ষিপ্ত করার জন্য বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link