জ্বরের কারণে মূল স্কোয়াডের সাথে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাস। ডেঙ্গু টেস্ট করানো হলেও সেখানে নেগেটিভ এসেছে।
তবে, ভাইরাল জ্বর হওয়ার জন্য লিটনকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কায় আছে বাংলাদেশ দল। এমন অবস্থায় লিটন দাসের বিকল্পও খোঁজা হচ্ছে। আর জানা গেছে বিকল্প হতে পারে সাইফ হাসান।
ব্যাক-আপ স্কোয়াড থেকে কাউকে পাঠানো হবে কিনা এ নিয়ে আলোচনায় বসবেন নির্বাচককরা। এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা।
ব্যাক আপ স্কোয়াড থেকে সাইফ হাসান ধরতে পারেন শ্রীলঙ্কার বিমান। তবে, সেটা এখনও চূড়ান্ত নয়। এখন পর্যন্ত লিটনের জন্যই অপেক্ষা করছে বিসিবি। তবে, এটা নিশ্চিত যে সোমবার তিনি শ্রীলঙ্কায় যেতে পারবেন না।
মানে হাতে সময় খুবই কম। হুট করে গিয়েই ম্যাচ খেলতে নেমে যাওয়া সহজ হবে লিটনের জন্য। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, লিটনকে প্রথম ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
অন্যান্য পরীক্ষাও এর মধ্যে করিয়েছেন লিটন। তবে সবকিছুর রিপোর্টই ছিল ইতিবাচক। সেজন্য বিসিবি চিন্তিত নয় খুব একটা। তবে, সতর্কতা হিসেবেই বিকল্প ভেবে রাখা হচ্ছে।