বিখ্যাত ক্রিকেটার বাবার সন্তান। কিন্তু বাবার মতো ব্যাটার হননি। হয়েছেন বাঁ-হাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার পর সর্বশেষ আইপিএলেও ছাপ রেখেছেন নিজের বোলিং দ্যুতির।
শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারের ক্রিকেট যাত্রাটা খুব বেশিদিনের নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক গত বছরে। এরপর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এ মৌসুম দিয়ে লাইমলাইটে আসা।
সেই ধারাবাহিকতায় এবার বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ঘোষিত ২০ দিনের ক্যাম্পে সুযোগ পেয়েছেন অর্জুন টেন্ডুলকার।
মূলত যে সব তরুণ ক্রিকেটার বিগত বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে নজর কেড়েছেন, তাদের নিয়েই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ব্যাঙ্গালুরুতে এ ক্যাম্প পরিচালনা করবেন এনসিএ’র হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষণ। আর ২০ সদস্যের এ দল ঘোষণার দায়িত্বে ছিলেন সিনিয়র দল নির্বাচন কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শিবসুন্দর দাস।
২০ দিনের এ ক্যাম্পে অর্জুন টেন্ডুলকার ছাড়াও রয়েছেন চেতন সাকারিয়া, হার্শিত রানা, অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটাররা। এই দলে থাকা হার্শিত রানা আবার সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের নেট বোলার হিসেবে দলে ছিলেন।
মূলত এই তরুণ ক্রিকেটারদের মানোন্নয়নেই কাজ করবে এনসিএ। এ ছাড়া চলতি বছরের শেষ দিকে অনূর্ধ্ব-২৩ এমার্জিং এশিয়া কাপ রয়েছে। তাই বিসিসিআই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের পরখ করে দেখে নিতে চাইছে। তার পরিপ্রেক্ষিতেই বিসিসিআইয়ের তরফ থেকে এ ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএল-২০২১ এর নিলামে ২০ লাখ রূপিতে দল পেয়েছিলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এরপর টানা দুই আসর সাইডবেঞ্চে কাটালেও সর্বশেষ আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে একাদশে সুযোগ পান তিনি।
এর আগে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের। রঞ্জি ট্রফিতে সর্বশেষ আসরে বল হাতে তেমন নৈপুণ্য দেখাতে না পারলেও ব্যাট হাতে পেয়েছিলেন সেঞ্চুরি। এনসিএ’র এ ক্যাম্পে মূলত অলরাউন্ডারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।
সেই ভাবনায় বোলিং অলরাউন্ডার হিসেবে ২০ সদস্যের এ ক্যাম্পে জায়গা পেয়েছেন অর্জুন টেন্ডুলকার। তবে এরই মাঝে শুরু হয়েছে বিতর্ক। শচীনপুত্র বলেই কিনা অর্জুনকে এ দলে নেওয়া হয়েছে!
এ নিয়ে এরই মধ্যে শোরগোল শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে। অনেকেই মনে করছেন, অর্জুন ছাড়াও যোগ্য আরো ক্রিকেটার ছিলেন যারা এনসিএ’র এই ক্যাম্পে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।