ভালো মন্দের মিশেলে ২০২২ কাটিয়েছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে দাপট অব্যাহত রাখলেও প্রায় ১০ বছরের আইসিসি ট্রফি খড়া কাটাতে পারেনি তারা এবছরও। বছরের শেষ দিকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লজ্জাজনক ভাবে। তাই নতুন বছরের প্রথম দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে যাচ্ছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
সর্বশেষ ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ভারতের এই সফলতম অধিনায়কের নেতৃত্বে সর্বজয়ী ভারত এরপর যেন ট্রফি জিততেই ভুলে গেছে। গত ৯ বছরের ভারতকে কোনো বৈশ্বিক শিরোপা এনে দিতে পারেননি কোহলি-রোহিতরা।
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পার করলেও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রীতিমতো লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে রোহিতদের। ১০ উইকেটে ইংলিশদের কাছে হারে ভারত।
বিশ্বকাপের পরপরই ভারতের ব্যস্ত সিডিউলের কারণে বিশ্বকাপ পারফরম্যান্সের কাটাছেঁড়া করতে পারেনি বিসিসিআই। এবার অধিনায়ক রোহিম শর্মা আর কোচ রাহুল দ্রাবিড়ের সাথে তাই বিশ্বকাপে পারফরম্যান্স এর ময়নাতদন্তে বসছে বোর্ড। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সূত্র জানাচ্ছে এই মিটিং এ উপস্থিত থাকবেন ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণও।
জানুয়ারির ৩ তারিখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে মাঠে নামছে ভারত। তার আগেই বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের রিপোর্ট চাওয়া হবে কোচ ও অধিনায়কের কাছে। এছাড়াও ক্রিকেট বোর্ড পরিচালকদের সাথে বসে ভারতের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করবেন রাহুল আর লক্ষ্মণ। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের রূপরেখাও আলোচনা করা হবে এই বৈঠকে।
বিশ্বকাপের পরপরই চাকরি হারায় চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। কিন্তু এখনো নতুন নির্বাচক কমিটি গঠন করেনি বোর্ড। নভেম্বরেই নির্বাচক প্যানেলকে বরখাস্ত করা হলেও এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে চেতন শর্মার নির্বাচক প্যানেল। নতুন কমিটি নিয়োগের আগ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছিল বরখাস্ত হওয়া প্যানেল।
এ মাসেই নতুন নির্বাচক কমিটি নিয়োগের জন্য ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছিল বিসিসিআই। আবারো নির্বাচক হবার জন্য আবেদন করেছেন প্রধান নির্বাচক চেতন শর্মা ও হারভিন্দার সিং। খুব শীঘ্রই নতুন নির্বাচকদের নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে বিসিসিআই এর বিভিন্ন সূত্রে।