মাদ্রিদের সেই রাতে, পেলের সাথে

দুই পা দিয়ে পৃথিবী শাসনের পর স্বর্গে পাড়ি জমিয়েছেন ফুটবলের রাজা। রাজার চলে যাবার পর শোকে স্তব্ধ পুরো ফুটবল সাম্রাজ্য। চলছে রাজার বন্দনা। রাজার সাথে নিজেদের অমূল্য কিছু স্মৃতি রোমন্থন করে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই।

দুই পা দিয়ে পৃথিবী শাসনের পর স্বর্গে পাড়ি জমিয়েছেন ফুটবলের রাজা। রাজার চলে যাবার পর শোকে স্তব্ধ পুরো ফুটবল সাম্রাজ্য। চলছে রাজার বন্দনা। রাজার সাথে নিজেদের অমূল্য কিছু স্মৃতি রোমন্থন করে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। সাবেক স্প্যানিশ ফুটবলার কুইক সেতিয়ানও পেলের সাথে তেমনই এক স্মৃতির কথা প্রকাশ করলেন। সাবেক এই স্টেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে কাজ করছেন ভিয়ারিয়ালের ম্যানেজার হিসেবে।

বিশ্বকাপ আর বড়দিনের বিরতির পর আবারো মাঠে ফিরেছে লা লিগা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের লিগ মিশন পুনরায় শুরু করার আগে পেলের সাথে নিজের স্মৃতির কথা স্মরণ করলেন সেতিয়ান। এক নাইট ক্লাবে পেলের সাথে দেখা হয়েছিল সেতিয়ানের। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন কুইক সেতিয়ান। মাদ্রিদে কাটানো সেই সময়ে জীবনের অন্যতম সেরা এক মুহুর্তের দেখা পান সেতিয়ান।

সংবাদ সম্মেলনে সেতিয়ান বলেন, ‘যখন আমি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছিলাম তখন একদিন এক বন্ধুর সাথে একটি পার্টি রুমে ছিলাম। রুমের পেছনের দিকে তাকাতেই দেখি সেখানে বেশ কয়েকটা টেবিল এবং আমি দেখতে পেলাম সেখানে পেলে বসে একটি মেয়ের সাথে কথা বলছে।’

ফুটবলের রাজার দেখা পাবার মুহুর্তটি নিশ্চই এখনো তাজা আছে সেতিয়ানের মনে। পরিষ্কার মনে করতে পারেন তিন দশকেরও বেশি সময় আগেই সেই ঘটনা। সেতিয়ান বলেন, ‘আমি তখন দ্বিতীয়বার চিন্তা না করে আমি দ্রুত পেলের কাছে যাই এবং তার কাছে অটোগ্রাফ চাই। আমি তাকে বলি, অনুগ্রহ করে আমার জন্য এটা সাইন করে দিন।, যখন তিনি সাইন করছিলেন তখন আমি তাকে বলছিলাম, ‘আমি স্পেনে ফুটবল খেলি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে।’ উত্তরে তিনি বলেছিলেন, তাহলে তুমি এখন এখানে (নাইট ক্লাব) কি করছো? এভাবে তুমি অনেক গোল করতে পারবে না।’

পেলের সাথে সেই কথোপকথন নিশ্চই সেতিয়ানের মনে থাকবে আমৃত্যু। স্পেনের হয়ে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেতিয়ানের আন্তর্জাতিক ক্যারিয়ার বড় হয়নি। তবে, ক্লাব ক্যারিয়ার অবশ্য বেশ দীর্ঘ। লা লিগায় ৩৭৪ ম্যাচ খেলে ৫৮ টি গোলও আছে এই সেন্ট্রাল মিডফিল্ডারের।

ম্যানেজার হিসেবেও খুব ভালো সময় যাচ্ছে না সেতিয়ানের। তার ক্লাব ভিয়ারিয়াল লিগে ১৪ ম্যাচ খেলে পেয়েছে মাত্র ২১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের ৯ নাম্বার স্থানে আছে সেতিয়ানের দল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...