যার জন্য নির্ঘুম রাত কাটান গৌতম গম্ভীর!

কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসের সেরা অধিনায়ক বলা হয় গৌতম গম্ভীরকে। তাঁর হাত ধরেই এসেছে কেকেআরের দু’টি আইপিএল ট্রফি।

কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসের সেরা অধিনায়ক বলা হয় গৌতম গম্ভীরকে। তাঁর হাত ধরেই এসেছে কেকেআরের দু’টি আইপিএল ট্রফি।

সেই যাত্রাটাও একেবারে সহজ ছিল না। একজন ব্যাটার ছিলেন, যিনি গম্ভীরের মত অধিনায়কেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। সাদা চোখে এখানে প্রথমে বিরাট কোহলির নাম আসতে পারে।

তবে, তিনি কোহলি নন। তিনি ভাারতের বর্তমান অধিনায়ক হিটম্যান খ্যাত রোহিত শর্মা। রোহিতই সেই ব্যাটার যার জন্য গৌতম গাম্ভীর নির্ঘুম রাত কাটিয়েছেন।

গম্ভীর বলেন, ‘অধিনায়ক হিসাবে আমার পুরো আইপিএল ক্যারিয়ারে, শুধুমাত্র একজন খেলোয়াড়ের জন্য আমি নির্ঘুম রাত কাটিয়েছি। তিনি হলেন রোহিত শর্মা। রোহিত শর্মাই একমাত্র ব্যাটার যাকে আমি ভয় পেতাম।’

এমনকি রোহিতের এই ভয় ধরিয়ে দেওয়ার ‘গুণ’টা নাকি ক্রিস গেইল বা এবি ডি ভিলিয়ার্সের চেয়েও বেশি।

গম্ভীর বলেন, ‘রোহিত শর্মার জন্য আমাকে দুই-তিন রকম পরকল্পনা করতে হত যা ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের জন্যও করতে হত না।যদি রোহিত ফর্মে থাকেন তবে তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। রোহিত শর্মা ছাড়া অন্য কোনো ব্যাটারের জন্য আমাকে ছক কষতে হয়নি।’

২০১২ ও ২০১৪ সালে কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর আরও বলেন, ‘এমন অনেক সময় হয়েছে যখন আমি ভেবেছি যা পরিকল্পনা হয়েছে সেটাই যথেষ্ট। কিন্তু, রোহিত শর্মার জন্য আমি ম্যাচের আগের দিন রাতেও ভেবেছি যদি আমার পরিকল্পনা কাজ না করে, যদি সুনীল (নারাইন) ৪ ওভার বল করে তাহলে বাকি ১৬ ওভার কে কে করবে; যদি সুনীলের ওভারগুলো আগেই শেষ করে ফেলি আর রোহিত মাঠে থাকেন তবে তিনি এক ওভারেই ৩০ রান করার ক্ষমতা রাখে।’

রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা ব্যাটসম্যান ও সফলতম অধিনায়ক বলা হয়। তাঁর অধিনায়কত্বে ৫ বার শিরোপা জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও সম্প্রতি তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বাই। তাতে, অবশ্য মুম্বাইয়ের ভরাডুবিই হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...