সোহান-আকবর ঝড়ে তছনছ গোটা হংকং

১১ ওভারে ১৭১ রান স্কোরবোর্ডে তুলেছে বাংলাদেশ 'এ' দল। হংকং, চায়না জাতীয় দলের বিপক্ষে হেসেখেলে ম্যাচ জিতেছে বাংলাদেশের ছায়া দল।

১১ ওভারে ১৭১ রান স্কোরবোর্ডে তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। হংকং, চায়না জাতীয় দলের বিপক্ষে হেসেখেলে ম্যাচ জিতেছে বাংলাদেশের ছায়া দল। হাবিবুর রহমান সোহানের রেকর্ড গড়া সেঞ্চুরি, আর অধিনায়ক আকবর আলীর স্বল্প সময়ের টর্নেডো। তাতে আট উইকেটে বড় জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সে শুভ সূচনা বাংলাদেশের।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। প্রথম ওভারেই সফলতা এনে দেন রিপন মণ্ডল। তবে পুরো ইনিংস জুড়ে ক্যাচ মিসের মহড়া দেন আবু হায়দার রনিরা। তাতে করে মাঝারি মানের সংগ্রহ পেয়ে যায় হংকং, চায়না।

হংকংয়ের অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াতে ফিফটি ছাড়ানো ইনিংস ও অধিনায়ক ইয়াসিম মুর্তজার ২২ বলে ৪০ রানের কল্যাণে ১৬৭ রানের পুঁজি পায় হংকং। কে জানত এই টার্গেট বাংলাদেশ অবলীলায় টপকে যাবে? এই দুর্ধর্ষ জয়ের প্রধান কারিগর অবশ্য সোহান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। যা স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে বাংলাদেশের জয়কে পানির মত সহজ করে দেন সোহান। আর দলের জয়কে আরও দ্রুত নিজেদের হাতে মুঠোয় নিয়ে আসেন অধিনায়ক আকবর। ১১ তম ওভারে হংকংয়ের কিঞ্চিৎ শাহকে তুলোধুনো করেছেন আকবর। একটানা পাঁচটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

তাতে করে নয় ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দলের তরী। এই জয়ে বাংলাদেশ নিজেদের রানরেট বাড়িয়ে রাখল অনেকটাই। টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে যেতে এদিনের এই ম্যাচটি হতে পারে অন্যতম চাবিকাঠি। গোটা টুর্নামেন্টেই নিজেদের এই ধারা অব্যাহত নিঃসন্দেহে রাখতে চাইবে আকবর গং।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link