কলম্বো টেস্টে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। শঙ্কামুক্ত নাজমুল হোসেন শান্ত। তাহলে একাদশ কেমন হবে? কে বাদ পড়বেন মিরাজকে জায়গা দিতে গিয়ে? ম্যাচের আগের দিনের অনুশীলন অবশ্য পুরো বিষয়টিই স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলতে চলেছে।
এর মধ্যে গল টেস্টের দুই পারফরমার তাইজুল ইসলাম ও নাঈম হাসানকে একাদশের বাইরের রাখার বিশেষ কারণ নেই। মিরাজ ফেরায় এখন বাংলাদেশের বোলিং আক্রমণে স্পিনার তিনজন। বোলিং অন্তত আরও খানিকটা পোক্ত হল।
অন্যদিকে দুইজন পেসার খেলছেন সেটা নিশ্চিত। সেই দুইজনের একজন হাসান মাহমুদ সেটাও প্রায় নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কিন্তু দ্বিতীয় পেসার হিসেবে নাহিদ রানা থাকবেন নাকি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অযুহাতে বাদ পড়বেন, সেটা সময় গড়ালেই পরিষ্কার হবে। তবে একাদশে দুই পেসারের ভিন্ন কিছু হবে না। সেন্টার উইকেটে নাহিদ আর হাসানকে অনুশীলন করতে দেখা গেছে। অতএব এই জোড়া পেসারের উপরেই আস্থা রাখার কথা।
অন্যদিকে এনামুল হক বিজয় দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন। তাছাড়া অধিনায়ক থেকে শুরু করে প্রধান কোচ, সবার কণ্ঠেই এখনই বিজয়কে বিচার না করার সুর। অতএব তাকে ওপেনিংয়ে রেখে সাদমান ইসলাম সহ হবে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ব্যত্যয় ঘটতে পারে সাদমানের চোটের আশঙ্কা রয়েছে। এখনও তার ছিটকে যাওয়া নিশ্চিত নয়।
এরপর হয় তিনে নাজমুল হোসেন শান্ত, নয় চারে। তার সাফলটা হবে মূলত মুমিনুল হকের সাথে। পাঁচ নম্বরে যথারীতি মুশফিকুর রহিম এরপরের স্থানে লিটন দাস। সাত নম্বরে মেহেদী মিরাজ। তারপর নাঈম হাসান, তাইজুল ইসলাম, ক্রমান্বয়ে হাসান মাহমুদ ও নাহিদ রানা।
নিশ্চয়ই ভাবছেন বাদ তাহলে পড়লে কে? সোজাসাপ্টা উত্তর বাদ পড়তে চলেছে জাকের আলী অনিক। ম্যাচের আগেরদিন সবার শেষে অনুশীলন করার সুযোগ পেয়েছেন জাকের। তাছাড়া সাম্প্রতিক সময়ে তার ব্যাটে রানের তীব্র খরা। কলম্বো টেস্ট জেতার চেষ্টাই করবে বাংলাদেশ দল। সেদিক বিবেচনায় একাদশে নিজের জায়গা ছাড়তে হচ্ছে জাকেরকে। অনুশীলনের প্যাটার্ন অন্তত সেদিকটাই ইঙ্গিত করছে।
বাংলাদেশের (সম্ভাব্য) একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ নাহিদ রানা।