সাত ব্যাটারের বাংলাদেশ একাদশ

আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে তিনজন ওপেনার। জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তিন জনের তিনজনই আবার বাঁ-হাতি। এর মধ্যে সৌম্য সরকার প্রায় একাদশে নিশ্চিত। প্রভাবক হিসেবে কাজ করবে তার বোলিং দক্ষতা। টুকটাক মিডিয়াম পেস বোলিং করতে জানেন সৌম্য। এছাড়া নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে দলে নিশ্চিত।

আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে তিনজন ওপেনার। জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তিন জনের তিনজনই আবার বাঁ-হাতি। এর মধ্যে সৌম্য সরকার প্রায় একাদশে নিশ্চিত। প্রভাবক হিসেবে কাজ করবে তার বোলিং দক্ষতা। টুকটাক মিডিয়াম পেস বোলিং করতে জানেন সৌম্য। এছাড়া নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে দলে নিশ্চিত।

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ, একাদশে থাকছেন। এই মুহূর্তে দলের আস্থা-ভাজন, তাওহীদ হৃদয়। তাকে বাদ রেখে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের একাদশ চিন্তা করাটা বোকামি বটে। এই পাঁচজন ক্রিকেটারের বাইরে, আরও একজন নিশ্চিত- তিনি মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান পরবর্তী বাংলাদেশ দলের ভারসাম্য তিনি রক্ষা করবেন বলেই ধারণা।

তিন পেসারের বোলিং ইউনিট দেখা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে। শারজাহয়ের উইকেট বিবেচনায় মুস্তাফিজুর রহমানের স্লো-কাটার বেশ ফলপ্রসূ হবে। তাছাড়া আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে বাউন্স ভীতি রয়েছে। অতএব তাসকিন আহমেদ একাদশে জায়গা পাবেন নিশ্চিত। সেই সাথে ডান-হাতি ব্যাটারদের আধিক্য থাকায়, শরিফুল ইসলামও প্রাধান্য পেতে চলেছেন।

তবে শেষ মুহূর্তে নাহিদ রানার অন্তর্ভুক্তি হলে, অবাক হওয়ার তেমন কিছু থাকবে না। যদিও যথা-সময়ে আরব আমিরাতে পৌঁছাতে না পারার একটা সম্ভাবনা রয়েছে নাহিদের সামনে। অন্যদিকে, রিশাদ হোসেনকে একাদশের বাইরে রাখার বিশেষ কারণ নেই। কেননা নাসুম আহমেদও ভিসা জটিলতায় সঠিক সময়ে আরব-আমিরাতে পৌঁছাতে পারবেন কি-না তা নিয়ে রয়েছে সংশয়।

অতএব তিন পেসার ও দুই স্পিনারের বোলিং আক্রমণ হতে চলেছে বাংলাদেশের একাদশ। দ্বিধা রয়েছে স্রেফ ওপেনিংয়ে। হয়ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ওপেনিং জুটি দেখা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে। সে ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গী হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

ফজল হক ফারুকি ভীতি রয়েছে বাংলাদেশের টপ অর্ডারে, বিশেষ করে বাঁ-হাতি ব্যাটারদের মধ্যে। এমন পরিস্থিতিতে মেকশিফট ওপেনারের কথা চিন্তা করতে পারে বাংলাদেশ। তাহলে সৌম্য ব্যাট হাতে নামবেন সাত নম্বরে। ফিনিশার রোলে এর আগেও দায়িত্ব পালন করেছিলেন সৌম্য সরকার। মোটামুটি এমনই হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Share via
Copy link