ক্রিকেটের সবচেয়ে কঠিনতম ফরম্যাট কোনটি? টেস্ট ক্রিকেট। হয়ত উত্তর অনেকে সাথে মিলেছে কিংবা কারো রয়েছে আলাদা যুক্তি, স্বাভাবিক। তবে টেস্ট ক্রিকেট খেলতে যে পরিমাণ টেকনিক, স্কিল, মানসিক দৃঢ়তা প্রয়োজন তা অন্য ফরম্যাটের ক্ষেত্রে খানিকটা শিথিলযোগ্য। টেস্টে আপনার প্রতিটা উইকেট মহামূল্যবান উভয়পক্ষের ক্ষেত্রেই। বহু কাঠখড় পুড়িয়ে একজন বোলার পান একটি উইকেট। অন্যদিকে একজন ব্যাটার বিরুপ পরিস্থিতিতে বাইশ গজটা আকড়ে রেখে নিজের এবং দলের রানের চাকা রাখেন সচল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে বহু ব্যাটার যেমন রানের পাহাড় গড়েছেন অন্যদিকে বোলাররা তাঁদের নৈপুন্যে ভারি করেছেন নিজেদের উইকেটের ঝুলি। উভয়ের মধ্যস্থানে অবস্থান করছেন অলরাউন্ডাররা। বিশ্ব ক্রিকেট এমন বহু অলরাউন্ডার পেয়েছে ইতিহাসে যারা কিনা ব্যাট ও বল হাতে পৃথিবীকে সমানতালে করেছে মুগ্ধ এবং ক্রিকেটকে করেছে সমৃদ্ধ। তাইতো টেস্টে ক্রিকেটে চার হাজার রান ও ২০০ উইকেটের কোটা পেরোনো অলরাউন্ডারদের নিয়ে আজকে হাজির খেলা ৭১।
- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
যেকোন তর্ক ছাড়াই বলে দেওয়া যায় বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিস। অনন্য রেকর্ডের মালিক তিনি। টেস্টে দশ হাজারের বেশি রান ও ২৫০ এর অধিক উইকেট নেওয়া একমাত্র খেলোয়াড় ক্যালিস। তিনি তাঁর ক্যারিয়ারে টেস্ট ম্যাচ খেলেছেন ১৬৫টি। তাঁর নামের পাশে রয়েছেন ৪৫টি টেস্ট শতক।
এই শতকগুলোর বদৌলতে তিনি তাঁর টেস্ট ক্যারিয়ারে রান তুলেছেন ৫৫.২৫ গড়ে। তাঁর মোট রানসংখ্যা ১৩২০৬। অপরদিকে তাঁর উইকেট সংখ্যা ২৯২টি। পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন ক্যালিস। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের রেকর্ডটাও দখল করে রেখেছেন জ্যাক ক্যালিস।
- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)
মাত্র ষোল বছর বয়সে প্রথম শ্রেণি ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটার পরবর্তী সময়ে বিবেচিত হয়েছেন এবং হয়ে আসছেন বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার হিসেবে। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে তিনি বোলার হিসেবেই গণ্য হয়েছিলেন গ্যারি সোবার্স। তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাস তো বটেই ক্রিকেট ইতিহাসের একজন সেরা খেলোয়াড়।
১৯৫৮ সালে নিজের ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান সোবার্স পাকিস্তানের বিরুদ্ধে। এরপর তিনি খেলেছেন ৯৩টি টেস্ট ক্যারিবিয়ানদের হয়ে। তাঁর টেস্ট ক্যারিয়ারে রান সংখ্যা ৮০৩২। গড় ৫৮ ছুঁইছুঁই। বল হাতে তাঁর গড় ৩৪.০৩ এবং উইকেট সংখ্যা ২৩৫। তিনি আজকের তালিকার দ্বিতীয় অলরাউন্ডার।
- কপিল দেব (ভারত)
ভারতীয় ক্রিকেটে প্রথম সাফল্য যার হাত ধরে এসেছিল তিনি অলরাউন্ডার কপিল দেব। শুধু দলকে নেতৃত্ব দেওয়াতেই সীমাবদ্ধ ছিলেন না কপিল। ব্যাট ও বল হাতে তিনি সর্বদা চেষ্টা করে গিয়েছেন দলের জয়ে অবদান রাখতে। অন্তত তাঁর টেস্ট ক্যারিয়ার তাই বলে। তাঁর ক্যারিয়ারে তিনি ভারতে বোলিং আক্রমণের সম্মুখভাগে থেকেছেন এবং ব্যাট করেছেন লোয়ার মিডেল অর্ডারে। ব্যাট হাতে সুযোগ কম পেলেও তা তিনি যথাযথ ব্যবহার করে বনে গিয়েছেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এবং আজকের তালিকার তৃতীয় অলরাউন্ডার।
তাঁর টেস্ট ক্যারিয়ারটা সমৃদ্ধ রান আর উইকেটে। তিনি ভারতের হয়ে ১৩১ টি টেস্টে অংশ নিয়েছেন। তাঁর ব্যাট থেকে প্রায় ৩১ গড়ে রান এসেছে ৫৩০৪। অন্যদিকে ২৩টি ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কপিলের ক্যারিয়ার উইকেট সংখ্যা ৪৩৪টি। তাছাড়া আটটি শতকও হাঁকিয়েছিলেন তিনি।
- ইয়ান বোথাম (ইংল্যান্ড)
বিশ্বব্যাপি সমাদৃত ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। তাঁর ক্যারিয়ারের স্বর্ণালী লগ্নে তিনি দলের জয়ে সবসময় অবদান রেখেছিলেন বলেই হয়ত আজ ইতিহাস সেরা অলরাউন্ডারদের তালিকার শুরুর দিকেই অবস্থান করছেন তিনি। বোথাম ব্যাট ও বল উভয়ক্ষেত্রে নিজেকে নিঙড়ে দিতেন দলের জয়ে।
তাঁর ক্রিকেট ক্যারিয়ারে তিনি ওয়ানডে ম্যাচে পাশাপাশি ১০২টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের হয়ে। তাঁর বোথামের নামের পাশে রয়েছে ৫২০০ রান। তাছাড়া বল হাতে তিনি ২৭ বার এক ইনিংসের প্রতিপক্ষের অর্ধেক উইকেট শিকার করেছিলেন টেস্ট ক্রিকেটে। সেই সুবাদে তাঁর উইকেট সংখ্যা ৩৮৩টি। ইংল্যান্ড ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বোথাম তাই আজও নিজের জায়গা ধরে রেখেছেন ক্রিকেটের ইতিহাসে।
- ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় ড্যানিয়েল ভেট্টোরি। মাত্র ১৮ বছর বয়সে তিনি নিউজিল্যান্ডে হয়ে টেস্ট অভিষেক হয় ভেট্টোরির। কৈশরে টেস্ট দলে সুযোগ পাওয়া ভেট্টোরি দখল করে রেখেছন সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার রেকর্ড ব্ল্যাকক্যাপসদের হয়ে। ১১৩টি টেস্ট খেলেছেন তিনি।
ভেট্টোরি মূলত বিবেচ্য হতেন একজন স্পিন বোলার হিসেবেই। তবুও ব্যাট হাতেও তিনি ছিলেন যথেষ্ট কার্যকরী। ৩৪.৩৭ গড়ে তিনি টেস্ট ক্রিকেটে উইকেট নিয়েছেন ৩৬২টি। তাছাড়া ৩০ এর গড়ে তিনি রানও করেছেন। ব্যাটিং এ শেষের দিকে নেমে রান করেছেন ৪৫৩১।
- সাকিব আল হাসান (বাংলাদেশ)
বর্তমান বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান যে সেরা অলরাউন্ডার তা নিয়ে নিশ্চয় সংশয় থাকার কথা নয়। টেস্ট ক্রিকেটে নড়বড়ে দল বাংলাদেশ। তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি। দলের জয়ে বহুবার ব্যাট ও বলে অবদান রেখে চলেছেন তিনি। যদিও ইনজুরি এবং পারিপার্শ্বিক আরো নানা কারণে টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়ছেন সাকিব আল হাসান।
বিগত কয়েক বছরে সাকিব নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা রান সংগ্রাহক হিসেবে। এর পাশাপাশি সেরা বোলারদের তালিকাতেও রয়েছে তাঁর দাপট। এখন পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সাকিবের রান সংখ্যা ৪০২৯ গড় ৪০। তাছাড়া বোলার সাকিব নিয়েছেন ২১৫ উইকেট ৩১.৩ গড়ে।