৫০ ওভারের সেরা বোলিং

৫০ ওভারের ক্রিকেটের সেরা বোলার কে? - এই প্রশ্নে যেমন বিতর্ক আছে? তেমনি সেরা বোলিং পারফরম্যান্স খুঁজলেও পাওয়া যায় এক গাদা নজীর। সেসব নজীর নিয়েই আমাদের এবারের আয়োজন।

৫০ ওভারের ক্রিকেটের সেরা বোলার কে? – এই প্রশ্নে যেমন বিতর্ক আছে? তেমনি সেরা বোলিং পারফরম্যান্স খুঁজলেও পাওয়া যায় এক গাদা নজীর। সেসব নজীর নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • ওয়াসিম আকরাম (পাকিস্তান – ৩/৪৯ বনাম ইংল্যান্ড (১৯৯২)

১৯৯২ বিশ্বকাপে যা কেউই ভাবেনি সেটাই হয়েছিল, ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আর সেটার পিছনে বড় কৃতিত্ব ওয়াসিম আকরামের। পরপর দুই বলে দুই আনপ্লেয়েবল ডেলিভারিতে তিনি আউট করেছিলেন অ্যালান ল্যাম্ব এবং ক্রিস লুইসকে। এর আগে ইয়ান বোথামও ফিরেছেন তাঁর বলে। এতেই মূলত ইংল্যান্ডের মেরুদণ্ড ভেঙে যায়, আবার ব্যাট হাতে সেদিন ৩৩ রানের ক্যামিও খেলেছিলেন ওয়াসিম।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) – ৪/২৯ বনাম দক্ষিণ আফ্রিকা (১৯৯৯)

বিশ্বকাপের সেমি, অস্ট্রেলিয়াকে মাত্র ২১৩ রানে অলআউট করে দিয়ে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শুরুটাও ভাল হয়েছিল তাঁদের, কিন্তু এরপর শেন ওয়ার্ন নামক ঝড় উঠলো। ৪৮/০ থেকে ৫৩/৩ হয়ে গেলো তাঁদের স্কোর, সবমিলিয়ে চার উইকেট পেয়েছিলেন ওয়ার্ন। ল্যান্স ক্লুজনারের কারণে ম্যাচটা এমনিতেই স্মরণীয়, তবে এই লেগি সেদিন কব্জির মোচড়ে ম্যাচ ১৮০° ঘুরিয়ে দিয়েছিলেন।

  • জোয়েল গার্নার (ওয়েস্ট ইন্ডিজ) – ৫/৩৮ বনাম ইংল্যান্ড (১৯৭৯)

ছয় ফুট আট ইঞ্চি উচ্চতার একজন পেসার বাউন্সারে কুপোকাত করলে মানা যায়, কিন্তু তিনি যদি ইয়র্কারের নেশায় মেতে উঠেন তাহলে? এমনটাই হয়েছিল ১৯৭৯ সালের ফাইনালে, সেকেন্ড স্পেলে বল করতে এসে চার উইকেট তুলে নিয়েছিলেন জোয়েল গার্নার। চারবারই ইয়র্কারে স্ট্যাম্প ভেঙেছেন তিনি, সেটাও ব্যাটাররা কোন রান করার আগে। তাঁর সেই নির্দয়, নির্মম স্পেল এখনো ওয়ানডে ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত।

  • গ্যারি গিলমার (অস্ট্রেলিয়া) – ৬/১৪ বনাম ইংল্যান্ড (১৯৭৫)

১৯৭৫ বিশ্বকাপ সেমিতে ইংল্যান্ড মনে মনে প্রস্তুত ছিল ডেনিস লিলির গতির জন্য। তবে গতি নয়, গ্যারি গিলমার তাঁর মায়াবী সুইংয়ের ফাঁদে ফেলে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন তাঁদের। ওপেনিং স্পেলে ইনসুইং আর আউটসুইংয়ের সমন্বয়ে ৬ উইকেট আদায় করে নেন তিনি। পরবর্তীতে আবার অজিদের ব্যাটিং বিপর্যয়ের মাঝে ২৮ রান করে জয় নিশ্চিত করেন গিলমার – এমন অলরাউন্ডিং পারফরম্যান্স ইতিহাসে বিরল।

  • চামিন্দা ভাস (শ্রীলঙ্কা) – ৮/১৯ বনাম জিম্বাবুয়ে (২০০১)

২০০১ সালের ৮ ডিসেম্বর। শ্রীলঙ্কার পেসার চামিন্দা ভাস ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং ফিগারের দেখা যান। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট নিয়ে মাত্র ১৯ রান দিয়ে তিনি গড়ে তোলেন এক অনন্য রেকর্ড, যা আজও ওয়ানডে ক্রিকেটের সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে রয়ে গেছে। জিম্বাবুয়ের ব্যাটারদের কোনো জবাবই ছিল না চামিন্দা ভাসের বিপক্ষে। তার বোলিংয়ের সামনে অসহায় জিম্বাবুয়ে মাত্র ১৫.৪ ওভারে ৩৮ রানে অলআউট হয়ে যায়।

Share via
Copy link