Social Media

Light
Dark

বিরাট ছক্কায় চেন্নাইয়ের দেয়াল ফুটো করলেন কোহলি

বাংলাদেশের বিপক্ষেও নিশ্চয়ই এমনই কিছু চাইবেন বিরাট। তবে, বাংলাদেশও বিরাটকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত।

দেশের মাটিতে প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট খেলবেন তিনি নয় মাস বাদে। এর আগেই একটা ঝড়ের আভাস দিয়ে রাখলেন কিং কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে কোহলি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ফিরবেন বিরাট। অনুশীলনের সময় বিরাট কোহলির ছক্কায় চেন্নাইয়ের চিন্নাস্বামী দেয়াল ফুটো হয়ে গেল।

সাবেক এই অধিনায়ক নেটে ব্যাট করার সময় একটি বিরাট ছয় মারেন। তাঁর এই ছক্কার হুঙ্কার বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তাও বটে।

বাংলাদেশের স্পিন শক্তিশালী বরাবরই, সেটা উপমহাদেশীয় কন্ডিশনে অনেকেরই ভয়ের কারণ। এবার বাংলাদেশ গেল পাকিস্তান সিরিজে তাঁদের পেসের শক্তি দেখিয়েছে।

এই পরিস্থিতিতে নেটে খেলতে নেমে নিজের শক্তি দেখালেন বিরাট কোহলি। অনুশীলন শিবিরে নিজের সেরাটা দিচ্ছেন বিরাট। আর সেটাও আবার টি-টোয়েন্টি মেজাজে।

বেশ কয়েকটা বড় শট খেলতে দেখা গিয়েছে তাকে। তিনি যেমন মাটি ঘেঁষা শট নেন, তেমনই তিনি তুলেও মারেন। লফটেড একটা শটের মধ্যে একটা চিন্নস্বামী স্টেডিয়ামের দেওয়াল ভেদ করে বের হয়ে গিয়েছে।

সেই শট আবার মনে করিয়ে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। পাকিস্তানের বিপক্ষে স্ট্রেট ড্রাইভে ছক্কা হাঁকান কোহলি। এটাও ছিল তেমনই এক স্ট্রেট ড্রাইভ।

বাংলাদেশের বিপক্ষেও নিশ্চয়ই এমনই কিছু চাইবেন বিরাট। তবে, বাংলাদেশও বিরাটকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত।

Share via
Copy link