পাকিস্তান শাহিনসের অদ্ভুতুরে ব্যাটিং!

শাদ মাসুদের ব্যাটে পাকিস্তান শাহিনসের মান বাঁচানো ইনিংস। টপ এন্ড টি-টোয়েন্টিতে পার্থ স্কর্চার্স একাডেমির সাথে খেলতে নেমে কোনোমতে ১০০ রানের গণ্ডি পেরিয়েছে তারা, ইনিংস থেমেছে মাত্র ১১১ রানেই। এ যেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান শো।

শাদ মাসুদের ব্যাটে পাকিস্তান শাহিনসের মান বাঁচানো ইনিংস। টপ এন্ড টি-টোয়েন্টিতে পার্থ স্কোর্চার্স একাডেমির সাথে খেলতে নেমে কোনোমতে ১০০ রানের গণ্ডি পেরিয়েছে তারা, ইনিংস থেমেছে মাত্র ১১১ রানেই। এ যেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান শো।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এ দলের বিপক্ষে ২২৭ রানের বিশাল স্কোর করেছিল পাকিস্তানের এই ছায়াদল। জিতেছিল ৭৯ রানের বিশাল ব্যবধানে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে যেন চিরাচরিত রূপ দেখাল ইরফান খানের নেতৃত্বাধীন দল।

ডারউইনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। আগের ম্যাচে এই মাঠেই জয় পেয়ে বোধহয় বেশ আত্মবিশ্বাসী ছিল গোটা দল। লক্ষ্যটা ছিল আজও স্কোরবোর্ডে বড় সংগ্রহ তোলার।

তবে সে আশাই সেগুড়ে বালি। ইয়াসির খান, খাজা নাফে, আব্দুল সামাদ এদিন তিনজনের ব্যাট থেকে এলো মোটে পাঁচ রান। ১১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে তখন দিশেহারা পাকিস্তান।

মোহাম্মদ ফাইক ২১ রান করে লজ্জা বাঁচানোর চেষ্টা করলেও সতীর্থদের ব্যর্থতায় তিনিও হাল ছেড়ে দেন। ৫০ পেরোনোর আগে পাঁচ উইকেট হারিয়ে ফেলা দলটার মাঝে সংশয় জাগে ৮০ রানের আগেই গুটিয়ে যাবার।

তবে শাদ মাসুদ সেই লজ্জার হাত থেকে বাঁচান। ব্যাট হাতে সুযোগ বুঝে তোলেন ঝড়। ৩ ছয় আর ১ চারের সাহায্যে ৩২ বলে করেন গুরুত্বপূর্ণ ৪২ রান। তাঁর ব্যাটে ভর করেই মূলত ১১১ রান আসে স্কোরবোর্ডে।

আজ যে রাজা কাল সে ফকির—পাকিস্তানের ব্যাটিং অর্ডার যেন এই কথার সত্যতা প্রমাণ করলো। আগের ম্যাচে ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর আজকের ম্যাচে একেবারে লেজেগোবরে অবস্থা। এটা বোধহয় পাকিস্তান বলেই সম্ভব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link