ছয় দল, ছয় আইকন ও বিদেশিদের সমারোহ

আসন্ন জানুয়ারিতে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। করোনার প্রকোপে গেল বছর বিপিএল আয়োজন করা না গেলেও এবার ৬ দলের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। ছয় দলের প্রত্যেকেই নিজেদের আইকন খেলোয়াড় ইতোমধ্যেই নির্বাচিত করেছেন। এছাড়া ড্রাফটের বাইরে থেকেও বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো।

  • রুপা ও মার্ন গ্রুপ ঢাকা – মাশরাফি মর্তুজা

অনেক জল্পনা কল্পনার পর মাশরাফি মর্তুজার গন্তব্য ঢাকাতেই। ঢাকার আইকন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ম্যাশকে। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ মিডিয়ায় বেশ আলোচনা চলছিলো আসন্ন বিপিএলে কোন ফ্র‍্যাঞ্চাইজি দলে ভেড়াবেন মাশরাফিকে।

শেষ পর্যন্ত ঢাকাতেই থাকছেন সাবেক এই বাংলাদেশি অধিনায়ক। অপরদিকে, এখন পর্যন্ত ড্রাফটের বাইরে থেকে কোনো খেলোয়াড় নেয়নি ঢাকা। মাশরাফির ব্যাপারে আগ্রহ ছিল সিলেটেরও।

  • ফরচুন বরিশাল – সাকিব আল হাসান

দলে নেওয়ার আগ থেকেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছিলো এবার বরিশালের হয়ে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। সেই গুঞ্জনই সত্যি হলো।

এবারের বিপিএলে সাকিবকে দেখা যাবে বরিশালের হয়ে খেলতে। একই সাথে বরিশালের কোচ হিসেবে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকেও। এছাড়া আফগান তারকা মুজিব উর রহমানকে ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছে বরিশাল।

  • লোটাস কামাল কুমিল্লা – তামিম ইকবাল

বেশ কয়েক আসর ধরেই কুমিল্লার হয়ে খেলছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবারও কুমিল্লার হয়ে খেলবেন তামিম। তামিম ছাড়াও ফ্র‍্যাঞ্জাইজিটি বিদেশি কোটায় দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনকে!

কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। এখন পর্যন্ত বেশ বড় বড় নাম নিজেদের ঝুলিতে নিয়েছে কুমিল্লা। এছাড়া শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমরুল কায়েসকেও দলে নেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে।

  • খুলনা মাইন্ড ট্রি – মুশফিকুর রহিম

আসন্ন বিপিএলে খুলনা মাইন্ড ট্রি’র হয়ে খেলবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ রানের মালিকও তিনি। মুশফিক ছাড়া আর কাউকে এখন পর্যন্ত দলে নেওয়া খবর প্রকাশ করেনি ফ্র‍্যাঞ্জাইজিটি।

  • প্রগতি গ্রুপ সিলেট – মুস্তাফিজুর রহমান

এবারের আসরের বিপিএলে প্রগতি গ্রুপ সিলেটের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। দলের আইকন প্লেয়ার হিসেবে থাকছেন তিনি। মুস্তাফিজ ছাড়া আর কাউকেই এখনো দলে নেয়নি ফ্র‍্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খুব ভালো সময় কাটেনি মুস্তাফিজের। বিপিএল দিয়েই এই পেসার চাইবেন নিজের সেরা ফর্মে ফিরতে।

  • আখতার চট্টগ্রাম – মাহমুদউল্লাহ রিয়াদ

সাকিব, মুশফিক, তামিমদের দলে নেওয়ার ব্যাপার জানা গেলেও বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কোন দলে খেলবেন সে নিয়ে ছিলো ধোঁয়াশা। অবশেষে জানা গেলো আসন্ন বিপিএলে চট্রগ্রামের হয়ে মাঠ মাতাবেন রিয়াদ। রিয়াদ ছাড়াও গুঞ্জন রয়েছে সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংকে দেখা যেতে পারে চট্রগ্রামের হয়ে খেলতে।

গুঞ্জনের তালিকায় নাম আছে বোলিং কোচ হিসেবে শন টেইট ও দলের মেন্টর হিসেবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের নামও। তবে হেড কোচ হিসেবে দায়িত্বে থাকছেন পল নিক্সন। এছাড়া বিদেশি কোটায় দেখা যেতে পারে ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইলকেও। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠিত হলেও সেখানে দল পাননি গেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link