ভারতীয় উইকেট-রক্ষকদের শতকের রেকর্ড

হেডিংলিতে দুর্দান্ত সেঞ্চুরি করে মাহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন ঋষাভ পান্ত। টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসে উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি শতকের মালিক এখন তিনি।

হেডিংলিতে দুর্দান্ত সেঞ্চুরি করে মাহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন ঋষাভ পান্ত। টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসে উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি শতকের মালিক এখন তিনি। দেখে নেওয়া যাক ভারতের হয়ে টেস্টে সর্বাধিক শতক করা কিপার ব্যাটারদের তালিকা —

  • ঋষাভ পান্ত – ৭টি শতক

তালিকার এক নম্বর আসনটা পান্তের ইংল্যান্ডের বিপক্ষে দূরন্ত এক ইনিংসে করেছেন নিজের সপ্তম টেস্ট শতক। ৪৪টি টেস্টেই পেরিয়ে গেছেন ধোনিকে। ব্যতিক্রমী স্কিল আর সাহস নিয়ে তিনি যেন ‘মর্ডান কিপার’ মডেল।

  • এমএস ধোনি – ৬টি শতক

পরের নামটা কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ধোনি টেস্ট ক্রিকেটে খেলেছেন ৯০টি ম্যাচ, করেছেন ৪৮৭৬ রান। ছয়টি টেস্ট শতক করে পান্তের আগপর্যন্ত তিনিই ছিলেন এই তালিকার শীর্ষে।

  • ঋদ্ধিমান সাহা – ৩টি শতক

গ্লাভস হাতে এক অনন্য নাম হলেও, ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করেছেন ঋদ্ধিমান সাহা। ধোনির ছায়ায় অনেকটা সময় কাটালেও যখন সুযোগ এসেছে, কাজে লাগিয়েছেন। ৪০টি টেস্টে করেছেন ১৩৫৩ রান, যার মধ্যে রয়েছে ৩টি শতক।

  • ফারুখ ইঞ্জিনিয়ার – ৩টি শতক

ক্লাসিকাল কিপার ব্যাটারদের মধ্যে ফারুখ ইঞ্জিনিয়ার ছিলেন অন্যতম। নিখুঁত টেকনিক আর স্টাইলিশ ব্যাটিংয়ের জন্য পরিচিত এই কিপার খেলেছেন ৪৬টি টেস্ট, করেছেন ২৬১১ রান ও তিনটি সেঞ্চুরি।

  • সৈয়দ কিরমানি – ২টি শতক

সত্তরের দশকের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ছিলেন সৈয়দ কিরমানি। অনেকটা নীরব ভূমিকা পালন করলেও ব্যাট হাতে কার্যকর ছিলেন নিয়মিত। ৮৮টি টেস্টে তাঁর সংগ্রহ ২৭৫৯ রান। ক্যারিয়ারে দুটি টেস্ট শতক এসেছে তাঁর ব্যাট থেকে।

পুরনো রেকর্ড ভাঙে, নতুন রেকর্ড তৈরি হয়। তবে কিছু চরিত্র থাকে যারা অমলিন ছাপ রেখে যায়। সে যুগের কিরমানি থেকে এ-যুগের পান্ত মাঝের সময়টাতে রাজ করেছেন একেকজন। তবে সবাইকে ছাপিয়ে এখন রাজত্বটা পান্তের দখলে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link