ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে তারা।
বৃষ্টির কারণে দুই দলের প্রথম ম্যাচই পরিত্যক্ত হয়েছিলো। তাই আজ জয়ে ফিরতে মরিয়া ছিল দুই দলই। তবে বোলারদের নৈপুণ্যে ও অধিনায়ক মিজানুর রহমানের দায়িত্বশীল ইনিংসে বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় তারা। মিজানুর রহমান করেন ৫২ বলে ৭৪ রান। এছাড়া জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে আসে ২১ রান। রূপগঞ্জের পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন সানজামুল ইসলাম ও মোহাম্মদ শহীদ।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়নের বোলারদের তোপের মুখে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের প্রথম ওভারেই আজমির আহমেদকে ফিরিয়ে দিয়ে ধংসযজ্ঞ শুরু করেছিলেন আলাউদ্দিন বাবু।
১ রান করে আজমির ফিরে যাওয়ার পর উইকেটে এসে অধিনায়ক নাঈম ইসলাম এক প্রান্ত আগলে রাখলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া আসার মিছিলে। সাকলাইন সজিব ও সুজন হাওলাদারের জোড়া আঘাতে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ। ২৮ বলে ৩৮ রান করে ফিরে যান নাঈম ইসলামও।
সপ্তম উইকেটে যখন সানজামুল ইসলাম ও জাকির আলীর ব্যাটে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করছিলো রূপগঞ্জ তখনই বল হাতে তাণ্ডব চালান আলাউদ্দিন বাবু। একে একে সোহাগ গাজী, মুক্তার আলী ও নাবিল সামাদকে ফিরিয়ে দিয়ে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন এই পেসার।
আলাউদ্দিন বাবুর বোলিং তান্ডবেই মাত্র ১১১ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে হ্যাটট্রিক সহ ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া সুজন হাওলাদার ও সাকলাইন সজিব দুটি করে উইকেট শিকার করেন।
- সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১১১/১০ (ওভার: ১৯.১; আজমির- ১, সাদমান- ৭, নাঈম- ৩৮, আল আমিন- ৪, সানজামুল- ১৩, সাব্বির- ২৩, জাকির- ১২, সোহাগ- ২, মুক্তার- ৬) (বাবু- ৩.১-০-২১-৪, সুজন- ৩-০-১৪-২, সজিব- ৩-০-২২-২, মানিক- ৪-১-১১-১, নাঈম- ৪-০-২৩-১)
ব্রাদার্স ইউনিয়ন: ১১২/২ (ওভার: ১৫.৩; মিজানুর- ৭৪, জুনায়েদ- ২১, জাহিদুজ্জামান- ১১*, মাইশুকুর- ৬*) (শহীদ- ২-০-২৪-১, সানজামুল- ৪-০-২৬-১)
ফলাফল: ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।