ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের সেরা রূপে আবির্ভূত হয়েছেন জাসপ্রিত বুমরাহ; তুলনামূলক স্পিন বান্ধব উইকেটেও ঝড় তুলছেন তিনি। দ্বিতীয় ম্যাচে তো দুই ইনিংসে মোট নয় উইকেট শিকার করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ, সেই সাথে আইসিসির টেস্ট বোলারদের তালিকায় তাঁর অবস্থান এখন সবার উপরে।
তবে ‘কমপ্লিট প্যাকেজ’ হওয়ায় টেস্টের মত অন্য দুই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে উঠবেন এই পেসার এমনটাই বিশ্বাস সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ভারনন ফিল্যান্ডারের। তাঁর মতে, বুমরাহর একই লাইনে টানা বল করার ক্ষমতা আর রান খরচ না করে উইকেট নেওয়ার সামর্থ্য তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য করে তুলেছে।
ফিল্যান্ডার বলেন, ‘এই মুহুর্তে জাসপ্রিত বুমরাহ সবচেয়ে পরিপূর্ণ বোলার। তাঁর দুর্দান্ত সব স্কিল রয়েছে। সে একই লাইন ও লেন্থ ধরে বল করার ব্যাপারটিও শিখেছে। এটিই টেস্ট ক্রিকেটে তাঁকে সাম্প্রতিক সাফল্য এনে দিয়েছে। শুরুর দিকে সে সব সময় উইকেট-টেকিং ডেলিভারি করতে চাইতো এবং সেজন্য অনেক রান খরচ করতো। কিন্তু এখন দারুণ ধারাবাহিকতা এনেছে বোলিংয়ে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানছেন এই তারকা। তবে বুমরাহর দিকে তাঁরা ব্যাপকভাবে নির্ভর থাকবে এমনটাই ধারণা তাঁর।
তিনি বলেন, ‘সে নতুন বলে সুইং আদায় করতে জানে, স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে। তাঁর এই পরিবর্তন এবং দুর্ধর্ষ ইয়র্কারগুলো তাঁকে আকাঙ্খিত করে তুলেছে। আমি মনে করি সে টুর্নামেন্টে বড় ভূমিকা পালন করবে, সম্ভবত সেরা পেসার হবে।’
আরেক ভারতীয় তারকা মোহাম্মদ শামিরও প্রশংসা করেছেন প্রোটিয়া কিংবদন্তি। শামি যেভাবে সিমের ব্যবহার করেন তাতে মুগ্ধ হয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে বোলিংয়ের জন্য এই পেসার যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন সেটাও দারুণ মনে হয়েছে তাঁর কাছে।