মাত্র পাঁচ মিনিট টিকল আর্জেন্টিনা!

ক্রিকেটে একপাক্ষিক লড়াই নতুন কিছু নয়। কিন্তু কানাডা অনূর্ধ্ব–১৯ দল যা করল, তা যেন অবিশ্বাস্যরও বাইরে।

ক্রিকেটে একপাক্ষিক লড়াই নতুন কিছু নয়। কিন্তু কানাডা অনূর্ধ্ব–১৯ দল যা করল, তা যেন অবিশ্বাস্যরও বাইরে। আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলকে গুটিয়ে দিল মাত্র ২৩ রানে, আর সেই লক্ষ্য তাড়া করল মাত্র পাঁচ বলেই! মানে কানাডার সামনে মাত্র মিনিট পাঁচেক টিকল আর্জেন্টিনা।

জর্জিয়ার টস জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা। কানাডার পক্ষে ধ্বংসযজ্ঞ চালালেন জাগমানদীপ পল। অবিশ্বাস্য বোলিং ফিগার পাঁচ ওভারে সাত রান দিয়ে ছয় উইকেট। তাতে তিনটি মেইডেনও। সাত ব্যাটার ফিরলেন শূন্য রানে, আর পুরো ইনিংসের ২৩-এর মধ্যে সাত রানই এল অতিরিক্ত খাত থেকে।

এরপর ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ধর্ম প্যাটেল প্রথম বলে নিলেন এক রান। বাকিটা সেরে ফেললেন অধিনায়ক যুবরাজ সামরা—পরের চার বলেই দুই চার, দুই ছয়! আর্জেন্টিনার ফ্রান্‌জ বুর মাত্র পাঁচ বল করেই শেষ দেখে ফেললেন। কানাডা জিতল ১০ উইকেটে, হাতে রইল ২৯৫ বল!

আর্জেন্টিনার এই ধসও যুব ওয়ানডের সর্বনিম্ন দলীয় সংগ্রহ নয়। সেই রেকর্ড এখনও স্কটল্যান্ডের দখলে। ২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রান করেছিল স্কটিশরা। সেদিন অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারে, যা এখনও যুব ওয়ানডের দ্রুততম রান তাড়ার রেকর্ড। কারণ, কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির আন্তর্জাতিক স্বীকৃতি নেই।

জানিয়ে রাখা ভাল, ৭ থেকে ১৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের আটলান্টায় চলছে এই বাছাইপর্ব। চার দল—যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, বারমুডা—ডাবল রাউন্ড-রবিন লিগে খেলছে। শীর্ষ দল যাবে ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া মূল বিশ্বকাপে, যেখানে ১৬ দল লড়বে শিরোপার জন্য।

Share via
Copy link