ঝড়ে ‍শুরু নেতৃত্বের খাতা

ক্রিকেটই তো ভাঙা গড়ার খেলা। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো (আইপিএল) নতুন নতুন রেকর্ড গড়ার উৎসব।

প্রতি মৌসুমেই এই মঞ্চে রেকর্ড ভাঙা গড়ার কাজ করেন খেলোয়াড়েরা। সেই তালিকায় আছেন অভিষিক্ত অধিনায়করাও। এমন অনেক অধিনায়কেরই দেখা মিলেছে যারা নেতৃত্বের খাতাই খুলেছেন ব্যাটিং ঝড় দিয়ে। তেমনই কয়েকজনকে নিয়ে এবারের আয়োজন।

  • সাঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস – ভারত)

১২ এপ্রিল; ২০২১। রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ দিয়ে এবারের আসরের আইপিএল শুরু করে। সাঞ্জু স্যামসনের রাজস্থানের হয়ে অধিনায়ক হিসেবে ডেব্যু হয় সেই ম্যাচে। হাই স্কোরিং সেই ম্যাচে মুম্বাইয়ে সাঞ্জু স্যামসন রেকর্ড গড়েন। অধিনায়ক হিসেবে আইপিএল অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডের পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন।

টসে জিতে সেদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।

রান তাড়া করতে নেমে একপাশে ব্যাটসম্যানরা টিকে থাকতে কষ্ট হলেও আরেক প্রান্তে সাঞ্জু স্যামসন একা হাতে ম্যাচে তান্ডব চালান। সে রাতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে রাজস্থানের হয়ে ৩০-এর ওপর রান করেন তিনি! ৩৩ বলে নিজের অর্ধশতক পূর্ণ করার পর ৫৪ বলে ব্যক্তিগত ৩য় সেঞ্চুরি করেন তিনি এবং অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল সেঞ্চুরি করেন। শেষ বলে জিততে রাজস্থানের দরকার ছিলো ৫ রান, ডিপ কভারে শেষ বলে তিনি ধরা পড়লে ৪ রানে হেরে যায় রাজস্থান। ৬৩ বলে সাত ছক্কা ও ১২ চারে ১১৯ রান করেন তিনি।

  • মায়াঙ্ক আগারওয়াল (পাঞ্জাব কিংস – ভারত)

মোতেরায় নিয়মিত অধিনায়ক  লোকেশ রাহুলের অসুস্থতায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অধিনায়কত্ব করার সুযোগ পান পাঞ্জাব কিংসের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। অধিনায়ক হিসেবে আইপিএলে তার অভিষেক ম্যাচে দিল্লির বিপক্ষে ৯৯ রানের ইনিংস খেলেন।

৫৮ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র এক রানের আক্ষেপে সেঞ্চুরি পাননি আগারওয়াল। তার একা হাতে লড়াইয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস৷ তার করা অপরাজিত ৯৯ রান এখন আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ২য় সর্বোচ্চ রান।

  • শ্রেয়াস আইয়ার (দিল্লী ক্যাপিটালস – ভারত)

২০২১ মৌসুমের আগে অধিনায়ক হিসেবে আইপিএলে অভিষেকে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস ছিলো শ্রেয়াস আইয়ারের। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লী ক্যাপিটালসের হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ৪০ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন আইয়ার।

  • কাইরেন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স – ওয়েস্ট ইন্ডিজ)

২০১৯ সালে অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় ক্যারিবিয়ান জায়ান্ট কায়রন পোলার্ডের। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে মাত্র ৩১ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

  • অ্যারন ফিঞ্চ (পুনে ওয়ারিয়র্স – অস্ট্রেলিয়া)

অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ২০১৩ সালে অধিনায়ক হিসেবে আইপিএল অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডধারী ছিলেন। প্রায় পাঁচ বছর তিনি এই রেকর্ড ধরে রাখেন। পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে ২০১৩ সালে অভিষেক হয় ফিঞ্চের। অভিষেক ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ৪২ বলে ৬৪ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন। পরবর্তীতে ২০১৮ সালে তার এই রেকর্ড ভাঙেন শ্রেয়াস আইয়ার।

  • মুরালি বিজয় (কিংস ইলেভেন পাঞ্জাব – ভারত)

২০১৬ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয় মুরালি বিজয়ের৷ গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই ম্যাচে ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচে ২৩ রানে হারে গুজরাট লায়ন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link