ব্রাজিলকে নাস্তানাবুদ করেছে কলম্বিয়া

সমতায় শেষ হয়েছে। কিন্তু তাতে কি সত্যিকার অর্থেই ম্যাচের সমস্ত চিত্র ফুটে ওঠে?

সমতায় শেষ হয়েছে। দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। কিন্তু তাতে কি সত্যিকার অর্থেই ম্যাচের সমস্ত চিত্র ফুটে ওঠে? সম্ভবত না। ব্রাজিলকে রীতিমত নাচিয়েছে কলম্বিয়া। প্যারাগুয়ের সাথে নানন্দিক ফুটবল ফিরিয়ে আনা ব্রাজিল এদিন একেবারেই ছিল অনুপস্থিত।

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে একটি ম্যাচও হারেনি হামেস রদ্রিগেজের দল। টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে তারা মুখোমুখি হয়েছিল ব্রাজিলের। অন্যদিকে দুই দলের শেষ দেখাতেও ২-১ গোল ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের থেকে তাই বেশ খানিকটা এগিয়ে কলম্বিয়া।

এমনকি কোপা আমেরিকার গ্রুপ পর্বেও পয়েন্ট টেবিলে উপরে থেকেই ম্যাচ শুরু করে লুইজ ডিয়াজরা। একেবারে প্রথম মিনিট থেকেই ম্যাচের টোন ঠিক করে কলম্বিয়া। চিরায়ত শারীরিক লড়াইয়ের ম্যাচে পরিণত হয় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচটি। যেখানে কলম্বিয়ার কাছে পাত্তাই পায়নি ব্রাজিল।

পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছে ড্যানিয়েল মুনোজরা। কিন্তু ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা। চোখ ধাঁধানো সে শটে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ব্রাজিলকে আর নিজেদের আক্রমণভাগে ঠিকঠাক ঢুকতেই দেয়নি কলম্বিয়ান ডিফেন্স।

তাছাড়া ব্রাজিলের অর্ধেও স্বস্তির বিন্দুমাত্র সুযোগ দেয়নি। একের পর এক আক্রমণ চালিয়েছে হামেস রদ্রিগেজের দল। অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে বল আসা মাত্রই চেপে ধরে বল কেড়ে নিয়েছেন সকলে মিলে। হাই প্রেসে দিশেহারা ব্রাজিল, মধ্য মাঠের উপরে আক্রমণ সাজানোর সুযোগই পেয়েছে অতি সামান্য।

কলম্বিয়ার হাইপ্রেসের ফলাফল অবশ্য তারা পেয়ে যায় প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। বক্সের মধ্যখান থেকে শট চালান কলম্বিয়ান রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ। এর আগে লুইজ ডিয়াজ অ্যালিসনকে প্রায় একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। তাছাড়া অফসাইডের কারণে কলম্বিয়ার একটি গোল বাতিল হয়। নতুবা ম্যাচটা জিতেই হয়ত পরের রাউন্ডে যেত জন কর্ডোভারা।

কিন্তু শেষ অবধি নিজেদের সর্বস্ব উজাড় করে পরাজয় ঠেকিয়েছে সেলেসাওরা। পুরো ম্যাচে ওই ফ্রি-কিক ছাড়া ব্রাজিলের আক্রমণ থেকে গোল আসা সম্ভব মনে হয়েছে স্রেফ দুইবার। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের পর মিনিট তিনেক গোছালো আক্রমণ করেছে ব্রাজিল। এরপর শেষের ছয়-সাত মিনিট ব্রাজিল চেষ্টা চালিয়েছে গোললাইন পরিবর্তন করবার। শেষ অবধি অবশ্য ভাগ্য বদল হয়নি ভিনিসিয়াস জুনিয়রদের।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষে উরুগুয়ে। যারা কি-না এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল দিয়েছে গ্রুপ পর্বের ম্যাচে। অন্যদিকে হজম করেছেন মাত্র একটি গোল। কলম্বিয়ার প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির পানামা। যদিও তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তবুও ব্রাজিলের জন্যে কোপা আমেরিকার যাত্রাপথ কঠিন থেকে আরও কঠিনতম হল বটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...