‘সুপ্তা’ প্রতিভার চূড়ান্ত বিকাশ

আধুনিক ওয়ানডের চাহিদা বুঝে ব্যাট করেছেন তিনি। ৮৯ বলের ইনিংসে ছিল ১৩ টি চার ও একটি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ১০৮! কে বলবে সুপ্তা ১৬ মাস পর ফিরেছেন জাতীয় দলে।

৯৬ রানে যখন আউট হন, তখনও বাংলাদেশের ইনিংস শেষ হতে বাকি একটা ওভার। চাইলেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যেতেই পারতেন। কিন্তু, দলীয় চাহিদাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। চার রানের জন্য ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় নারী সেঞ্চুরিয়ানের ব্যাট তুলে উদযাপন দেখতে বঞ্চিত হয়।

সেঞ্চুরি মিস হওয়া কিংবা সেঞ্চুরির স্বীকৃতি মিস হওয়া শারমিন আক্তার সুপ্তার জন্য নতুন কিছু নয়। ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সেঞ্চুরি করেছিলেন তিনি আগেই। সেটাও তিন বছর আগের ঘটনা।

কিন্তু, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। অনেক বিতর্কের পর ২০২১ সালের সেই ম্যাচটাকে লিস্ট ‘এ’ স্বীকৃতি দেওয়া হয়।

এরপর ফারজানা হক আরও দুবার ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন। সেই তুলনায় সুপ্তা একটু আড়ালেই ছিলেন। তবে, ঘরের মাঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জ্বলে উঠলেন তিনি।

তাঁর জ্বলে ওঠার দিনে বাংলাদেশের মেয়েরাও করল দারুণ এক রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে করল ২৫২ রান। ওয়ানডেতে এটাই বাংলাদেশের মেয়েদের সেরা সংগ্রহ।

এর জন্য অবশ্যই প্রশংসার দাবিদার শারমিনের ব্যাট। আধুনিক ওয়ানডের চাহিদা বুঝে ব্যাট করেছেন তিনি। ৮৯ বলের ইনিংসে ছিল ১৩ টি চার ও একটি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ১০৮! কে বলবে সুপ্তা ১৬ মাস পর ফিরেছেন জাতীয় দলে।

আয়ারল্যান্ড বরাবরই শারমিনের প্রিয় প্রতিপক্ষ। ২০১১ সালে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন। এবার নিজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিস করলেও দলের রেকর্ডটা কোনো ভাবেই মিস করতে দিলেন না!

Share via
Copy link