ব্যস্ততার দশক, দশকের ব্যস্ততা

গত এক দশকে সবচাইতে বেশি ক্রিকেট খেলা দল কোনটি? উত্তর হল ইংল্যান্ড। এই ‘সবচাইতে বেশি’ ব্যাপারটায় গত এক দশকে আরো বিভিন্ন জায়গাতে নাম আছে ইংল্যান্ডের। গত এক দশকে সবচাইতে বেশি টেস্ট ক্রিকেট খেলেছে ইংল্যান্ড, ফাস্ট বোলিংয়ে সবচাইতে বেশি উইকেট নিয়েছে ইংলিশ পেসাররা, এমনকি গত এক দশকে দিনের হিসাবে সবচাইতে বেশি ক্রিকেট খেলেছে এক ইংলিশ ক্রিকেটারই!

এ তো গেল ইংলিশ রাজ্যের ব্যাপার। গত এক দশকে এক পঞ্জিকাবর্ষে সবচাইতে বেশি আন্তর্জাতিক ডেলিভারি সামলেছেন কোন ব্যাটসম্যান? শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা- ২০১১ সালে। আচ্ছা, এ তো গেল প্রথমজের তথ্য। এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ডেলিভারি সামলানো ব্যাটসম্যান কে? শুনতে অবাক লাগলেও এটির উত্তরও কুমার সাঙ্গাকারা- ২০১৪ সালে!

আচ্ছা, ব্যাটিংয়ের হিসাব তো দেওয়া গেল। গত এক দশকে এক পঞ্জিকাবর্ষে সবচাইতে বেশি আন্তর্জাতিক ডেলিভারি করেছেন কোন বোলার? গ্রায়েম সোয়ান! ইংলিশ এই স্পিনার ২০১২ সালে এক বছরে সবচাইতে বেশি বল করেছেন এক দশকে। এখানেও দ্বিতীয় স্থানে সোয়ানেরই নাম- ২০১০ সালে!

গত এক দশকে ক্রিকেটে সবচাইতে বেশি ব্যাস্ত থেকেছে এশিয়া। সবচাইতে বেশি ওয়ানডে ক্রিকেট খেলা চারটি দেশের মধ্যে তিনটিই এশিয়ার। এই তিনটি দেশের মধ্যে সবচাইতে বেশি ওয়ানডে খেলা এশিয়ার দেশটি হল শ্রীলঙ্কা ।

লিস্ট  ‘এ’ ক্রিকেটেও এশিয়ার দেশ থেকে আসা ক্রিকেটাররা ঘাম ছুটিয়েছে সবচাইতে বেশি। গত এক দশকে সবচাইতে বেশি লিস্ট ‘এ’ ক্রিকেট খেলা ছয়জন ক্রিকেটারের পাঁচজনই এশিয়ার দেশ থেকে এসেছেন। মজার ব্যাপার হল, এই ছয়জনের মধ্যে এশিয়ার পাঁচজনই প্রথম থেকে পাঁচ নম্বর পর্যন্ত আছেন। তাহলে ষষ্ঠ খেলোয়াড়টি কোন দেশের? জিম্বাবুয়ের!

ক্রিকেটের সবচাইতে ব্যস্ততম দশক ছিল গত এক দশক। ষোলটা দল মিলে সবচাইতে বেশি ক্রিকেট খেলেছে ২০১০ পরবর্তী সময়ে। এই দশকে সবচাইতে মজার যে ব্যাপারটা ঘটেছে তা হল- ক্রিকেটের ছোট দলগুলো টি-টোয়েন্টি খেলেছে অনেক। এর কারণ অবশ্য অনুমেয়ই। এক সাথে আইসিসির সব সদস্যকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দেওয়া হয় তো আসলে এই দশকেই। এমনকি, আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি’র প্রকোপ বেড়েছে এই দশকেই। ছোট দলগুলোর বড় বড় তারকা তৈরি হয়েছে।

গত এক দশকে সবচেয়ে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলা খেলোয়াড়দের মধ্যে তিনজন ওয়েস্ট ইন্ডিয়ান, একজন আফগান আর একজন বাংলাদেশি আছেন। বাংলাদেশির নাম অনুমান করতে আপনার কষ্ট হবার কথা নয়। কিন্তু এই সারির প্রথম জনের নাম অনুমান করতে কষ্ট হতে পারে। রশিদ খান, কাইরন পোলার্ড, সুনীল নারাইনের মত টি-টোয়েন্টির হট কেকদের মধ্যে কে খেলেছেন সবচেয়ে বেশি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি?

জ্বী জনাব, ডিজে ব্রাভো এখানেও ‘চ্যাম্পিয়ন’!

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link